শঙ্খপাপ আমার
লোহার শক্ত পালঙ্কে শুয়েছিলুম আমি-
দিন
তিনশ' দশ
নিশি। লাশকাঁটা ঘরের শীতল
শুয়েছিল নপংসুক আঙুলের ডগায়, বেওয়ারিশ লোমে নরম উত্তাপ।
অপত্য প্রেম হাত বুলিয়েছিল আমার উর্বর শরীরে, আমার আধাকার পাটিসাপটা ঠোঁটে;
কারাগারে যাবো না, ভিক্ষে মাগবো সোনা।
ছি্ঃ, বাবা, এসব বলে না।
আমি কাঁদি চল্লিশ গজ বৃত্তে বাঁধি দোঁআশলা বাহানা।
লাশকাঁটা ঘরে নতুন অতিথি এসেছে
মাঝরাতে তিনি আঁধার ঘরে চন্দ্রাহত হন,
আমি লাশকাঁটা গহ্বরের ট্রেন ধরলুম -
উইপোকাদের হাততালির ঘন্টা রক্তিম নিশানায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।