প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
ভালোবাসার রূপান্তর
শাফিক আফতাব.............
আমি ছোটবেলা ভালোবাসতাম, চকলেট, লজেন্স আর খেলানার পুতুল
ভালোবাসতাম অষ্টমীর মেলা, গাভীর দুধ আর তিলের খাজা ,
এখন ভালোবাসি তোমাকে, জ্যোৎস্নারাত, নদীর তীর, আর নীলশাড়ি
শহরের কেন্দ্রে একটি আলীশান বাড়ি।
ভালোবাসি, তোমার দুঠোঁট, দীর্ঘকৃষ্ণচুল, পেলবদেহ, হরিণীচোখ, সুগোল স্তন
নিশিরাতে প্রগাঢ়মিলন।
জানিনা এরপর কী ভালোবাসবো ?
৩০.১০.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।