আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইয়ের জব নিয়ে প্রতারনা। ফাঁদে পা দিবেন না।

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না। মনে আছে ভাই, পথের প্যাঁচালির কথা। দিবাশিস মানুষকে নদু (নন্দ দুলাল) বানায়। তেমনি বাংলাদেশের চাকরির বাজারে আমরা কম বেশী অনেকে নদু হয়েছি। উস্টা খাচ্ছি, আর কষ্ট করে হাঁটা শিখছি।

কত যে বাটপারি এই দেশে আছে, আল্লাহ!!! এবার কাজের কথা বলি, বিডি জবসে ওভারসিস জব আপনারা অনেকে দেখছেন। আপনারা কি জানেন এদের মধ্যে কত % ভুয়া তা কি জানেন? আমি কিছু ওভারসিস জবের জন্য এপ্লাই করি। এদের মধ্যে একটা থেকে আমার কাছে মেইল আসছে। তারপরের দিন এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, আমি টাঙ্গাইল রিকুটমেন্ট থেকে বলছি। আপনি গলফ ইন্টারন্যাশনাল জুনিয়র অফিসর পদের জন্য পাইমারি সিলেকটেড হয়েছেন।

আপনাকে গলফ ইন্টারন্যাশনাল থেকে একটা মেইল দেওয়া হয়েছে, আপনি কি মেইলটি পেয়েছেন? আমি বললাম জ্বী, পেয়েছি। আপনার জন্য একটা প্রাইমারি ভাইবা হবে হোটেল রুপসী বাংলা্য় ২০,০৮,২০১১। এর জন্য আপনাকে কিছু ডকুমেন্ট তাদের মেইল করতে হবে, তা হচ্ছে আপনার বাইয়োডেটা, সকল পরীক্ষার সার্টিফিকেট, পাসপোর্টের কপি ( যদি থাকে, না থাকলে পরে করতে হবে) এবং মেডিকেল সার্টিফিকেট কালকের মধ্যে এই ঠিকানাই স্কেন করে পাঠাতে হবে। সবকিছু বুঝলাম মেডিকেল একদিনের মধ্যে কিভাবে করব? আপনি চাইলে আমি আপনেকে একটা ঠিকানা দিতে পারি, তারা ২৪ ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল সার্টিফিকেট দিতে পারে। এতে আপনার ২৯৫০টাকা লাগবে।

( আরও অনেক কথা হয়েছে, তা লিখে পোষ্টাটা বউ করলাম না) মেডিকেল সেন্টারের নাম লামিয়া মেডিকেল সেন্টার, বনানি। মেডিকেল সার্টিফিকেট আমি সব কিছু ঠিক মত পাটাইছি। কিন্তু আজ পর্যন্ত আমার ভাইবা হয় না। আর মহিলার মোবাইল বন্ধ পাই। লাইফে আবারও ভিকটিম হলাম।

এখন নিজেকে নিজে নদু বলি। মেইলটা নিচে আবারও দিলাম। DATE: July 29, 2011 Offer letter Junior Admin Officer for Group of Company in UAE serial number # 287 SITE : DEIRA g DEAR : Md.Omar Faruk We are very pleased to inform you that, you are primarily selected for the position of Junior Admin, which will be effective from 1st October 2011. For that purpose others term and condition & facilities are as given bellow:- From your joining date with this company, your basic salary will be us dollar $1000 per month except other facilities. And your salary will revise as increase often properly complete your 6(six) month probation period. Company also provide you food+ accommodation+ medical+ laundry within the time period of your probation. And company will give you group & safety insurance after your confirmation. All other terms and conditions of your contract of employment will remain the same Please sign and return one copy of this letter to signify your understanding and acceptance of the company offer .You have to attend a formal conference with company agent from the date of 25-08-2011 to 27-08-2011 . There a formal contact paper will be shining between you and company for 3 (three) years. And it will be negotiable. Before you attending conference, Please remember, you have to submit UPDATE CV + JOB EXP,+ LAST EDUCATIONAL CERTIFICATE + PASSPORT Size Photo 1 COPY +MEDICAL REPORT original scan copy with in 2th August to 9th August 2011 This Document are mandatory for company clearance and our official investigation. (Please collect your, Appointment id/ slip for medical Check up , BEFORE CHECK-UP Please, Contac with Tangail international call center & u can also contact by -Email-- Office Address, Royal Tower 64, Jubli Road , (Amtala) Reayzuddin Bazar, Chittagong . ...Check up—CHEST XRAY+HEART B/P+EXTREMITIES +DEFORMITIES +VDRL +TPHA +HIV ½+ HBS +AG +WT+ PHYSICAL EXAMINATION, ALL BODY Thank you very much & best of luck FOR THE LOCAL BANGLADESH AGENT SERVICE CHARGE TOTAL 20, 000BDT, AFTER DELIVER VISA Congratulations and keep up the good work. Yours sincerely U.A.E Recruitment Company Dr. Br UCE Edward GENERAL MANAGER  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।