আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইয়ের বিখ্যাত কিছু মল ( ছবি সহ ) !!! ( চলবে)

মরিতে চাহিনা আমি এ সুন্দর ভূবনে সকলেরই মাঝে উড়িবার চাই

১.দুবাই মল : দুবাই মল পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম শপিং মল । এর আয়তন ১২ মিলিয়ন বর্গ ফুট(৫০ ফুটবল মাঠের সমতূল্য)। এটি ৬ তলা বিশিষ্ট ভবন(২তলা আন্ডার গ্রাউন্ড)। এর মধ্যে একটি ২৫০ রুমের বিলাস বহুল হোটেল, ২২ টি সিনেমা। ১২০ টি রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে. মল ১৫,০০০ টি গাড়ী পার্ক করার পার্কিং স্পেস এবং একটি গাড়ী লোকেটর সিস্টেম আছে।

এতে রয়েছে ৩২.৮৮ মিটার চওড়া × ৮.৩ মিটার উচ্চ(৭৫০ মিমি পুরু কাচের) এবং ২৪৫ টন ওজনের অ্যাকোরিয়াম(সাথে জ্যান্ত মাছ) । যা বিশ্বের বৃহত্তম এক্রিলিক প্যানেল অ্যাকোরিয়াম । বিশ্বের বৃহত্তম মিষ্টির দোকান " Candylicious " (১০,০০০ বর্গ ফুট) । দুবাই মল পরিদর্শন বিশ্বের মধ্যে একটি রেকর্ড । এক মাসে ২০১০ সালে ৬ মিলিয়নের অধিক দর্শক পরিদর্শন করে।

এতে আরো আছে ১টি আইচ হকি মাঠ(৪ হাজার দর্শক ধারণ ক্ষমতা)। আর মলের ঠিক বাইরে পশ্চিম দিকে রয়েছে দুবাই ফাঊণ্টেন। সুরের তালে জলের জলজ্যান্ত উদ্দাম নৃত্য। না দেখলে দুবাই মলে আসাই বৃথা। তবে এটি চালু করে মাগরেব আযানের পর।

দশ মিনিট বিরতি দিয়ে প্রতি শো দেখান হয়। আছে আ রো অ নে ক . . . ২.মল অব এমিরেটস : মল অব এমিরেট, বিশ্বের প্রথম শপিং রিসোর্ট। এটি শেখ জায়েদ রোডে অবস্হিত। আয়তন ২৪৩৪৭৯ বর্গমিটার। এর প্রধান আকর্ষন স্কি দুবাই।

২২,০০০ বর্গ মিটার আয়তনের বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ বরফ পার্ক। ৩,০০০ মিটার দীর্ঘ্য মধ্যপ্রাচ্যের প্রথম অভ্যন্তরীণ স্কি ওয়ে। স্কি দুবাইয়ের মধ্যে সবসময় ৪º -২º তাপমাত্রা বজায় রাখা হয়। ভিতর গেলে মনে হবে আপনি মরুময় আমিরাতে নয় বরফময় ইউরোপের কোন দেশে আছেন। আরো আছে ম্যাজিক প্ল্যানেট।

১০,০০০ বর্গ মিটার এশিয়ার বৃহত্তম অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্র,। এটিতে শিশু ও তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা দুইটি বিনোদনের অঞ্চল আছে। এখানে বোলিং ,রোবোকোষ্টার বিলিয়ার্ড, ৩ডি ,৪ডি,৭ডি ভিডিও গেমস সহ রয়েছে অসংখ্য ইনডোর গেইম ফ্যাসিলিটি। আর ১৪ টি হাই-ফাই সিনেমা হল। মাজিদ আল ফুতাইম কোম্পানীর অংশীদারিতে এ মলটি নির্মাণ করা হয়।

৩.ইবনে বতুতা মল ৪.দুবাই গোল্ড এবং ডায়মন্ড পার্ক ৫.ড্রাগন মার্ট ( চায়না মার্কেট ) ৬.দুবাই আউটলেট মল দুবাই আউটলেট মল ৭.দুবাই ম্যারিনা মল ৮.ডেরা সিটি সেন্টার ৯.আল রীফ মল ১০.ল্যামচি প্লাজা ১১.এরাবিয়ান সেন্টার ১২.বার যুমান সেন্টার ১৩.গোল্ড সক ( ডেরা দুবাই ) ১৪.মিরদীফ সিটি সেন্টার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।