আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপি পুস্ট সমূহের প্রতিবাদে পুস্ট কেউ ফান পুস্ট বলবেন না

মাথায় টোকা মাইরা দেখেন তো ফাঁপা আওয়াজ আসে নাকি! সামু তে আসি খুব বেশিদিন হয় না। তবে এই অল্প কিছুদিনে কম জাতের পোস্ট দেখিনি। তার মধ্যে এক জাতের পোস্ট হচ্ছে রেসিপি পোস্ট। প্রায় সময়ই ব্লগের দায়িত্বশীল(!) আপুগণ নিজ দায়িত্বে বিভিন্ন মজারু খাবারের রেসিপি পুস্টান। অতি মচতকারভাবে তিনারা খাবার এবং তার স্বাদের গুনগান করেন।

কিন্তু সমস্যা হচ্ছে তিনারা শুধু নাকের সামনে রেসিপির মুলো ঝুলিয়ে রাখেন, রেঁধে খাওয়ান না । খাওয়ানোর কথা বললে উনারা বিভিন্ন প্রকার অজুহাতে এড়িয়ে যান । বুঝলাম আপনারা অনেক পাকা রাধুনি। কিন্তু তাই বলে এভাবে মানসিক কষ্ট দেয়ার কোন মানে হয় না। আমার মতো যাদের ঘরে বউ নেই তাদের তো বুয়ার হাতের রান্না খেয়েই বেঁচে থাকতে হয় ।

কে আমাদেরকে এত মজারু খাবারগুলো রেঁধে খাওয়াবে ? জাতি এর সমাধান চায়। হইলে পুস্টানো অফ করেন আর নাইলে বাসায় দাওয়াত দেন। নিজ দায়িত্বে গিয়ে ভুঁড়িভোজন করে আসি । সবশেষে আপনাদের জন্যে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।