আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রতিভাবান বিজ্ঞানীদের কিছু কথা

ভালবেসে মিটিলনা আশা, কুলালনা এই জীবনে। কৃতি সন্তানদের কিছু কথা... যা মনের ভিতরে গেথে আছে বা থাকবে !!! ১। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে __সাহারা খাতুন। (কোন দেশ তা কিন্তু বলা হয়নি ) ২। আপনারা কম খান কোন সমস্যা থাকবে না __ফারুক খান।

(উনি ঠিক কি সমস্যায় ভুগছেন তা কিন্তু জানা যায়নি ) ৩। একদিন বাজারে না গেলেই সব ঠিক হয়ে যাবে __আবুল মাল আব্দুল মুহিত। (বাজার বন্ধ করায়া দিলেই পারে ) ৪। দূর্ঘটনার জন্য চালকরা দায়ী নন __শাজাহান খান। (ঠিক কথা!! দূর্ঘটনার জন্য আসলে কপাল দায়ী।

) ৫। সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই __আবুল হোসেন। (সড়ক রকেট চলারও অনুপযোগী নয় ) ৬। বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেঁদে জয়বাংলা বলে উঠেছেন!! __স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু। (ভাগ্য ভাল কোন গান গায় নাই, তাইলে ঐডাই বাংলাদশের জাতীয় সংগীত হইত ) ৭।

আলু খান, ভাতের উপর চাপ কমান ___বিটিভি। (বিটিভি দেখুন/দেখান এবং তেলের উপর চাপ কমান) ৮। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে __আলতাফ হোসেন চৌধুরী। (উনি কি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন না ধর্ম বিষয়ক মন্ত্রী ) ৯। দূর্ঘনায় নিহত পরিবর্গদের দুটি করে ছাগল দেয়া হবে ___আকবর আলী খান।

(একজন মৃত মানুষ = দুইটা ছাগল! ) ১০। সবই বিরোধীদলীয় ষড়যন্ত্র __সরকারী দল। (দেশটারে পাকিস্তান বানায়া ফালাইলো ) ১১। সবই সরকারদলীয় নীল নকঁসা __বিরোধী দল। (দেশটারে ভারত বানায়া ফালাইলো ) ১২ ।

আমার অপসারণ, আমার হাতে নেই__সৈয়দ আবুল হোসেন। (কেন?আপনার ইস্তেফা-পত্র কি হাসিনা-বিবি’র কাছে?) আসুন… আমাদের দেশের এই ধরণের কৃতি সন্তানদের… একটা করে শান্তিতে নোবেল পুরুষ্কার দেই। তারপরও যাতে আমাদের এই দেশ শান্তিতে থাকে, এই দোয়াই করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.