মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায় নিজস্ব ওয়েবসাইট http://www.bnplive.com পরিচালনায় অপারগতা জানিয়ে বিএনপিকে চিঠি দিয়েছে নর্থসাউথ আইটি। তবে এখন পর্যন্ত ওয়েবসাইটটি সচল রয়েছে। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, সরকারি নির্দেশে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ওয়েবসাইটটি চালাতে বাধা দিচ্ছে। তারই প্রেক্ষিতে ওয়েবসাইটটির কারিগরি তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটি বিএনপিকে অপারগতা প্রকাশ করে একটি চিঠি দিয়েছে। চিঠিতে তারা জানিয়েছে, আগামী কালের উত্তরাঞ্চলের রোড মার্চ কর্মসূচি সরাসরি ওয়েবসাইটে সম্প্রচার করতে পারবে না। বিএনপি মহাসচিব বলেন, সরকারের চাপেই প্রতিষ্ঠানটি বিএনপির রোড মার্চ সরাসরি ওয়েবসাইটে সম্প্রচার করার বিষয়ে নারাজি জানিয়েছে। লিঙ্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।