বসন্তের সোনালি বেদীতে কৃষ্ণচূড়া সাজাতে গিয়ে সেই শব্দের প্রথম খেলা; নক্ষত্র ছিলনা বলে আমার গমন পথের বিপরীতে একটি রথকে দেখেছি হারিয়ে যেতে; তখন সন্ধ্যা, করুণ দৃষ্টি আমার পারেনি ফেরাতে; সমুখের বাঁক নেয়া পথে অচেনা গ্রামের দিকে হারিয়ে গেল, নেমে এল গাঢ় অন্ধকার। কতটা গভীরে গেলেও সাগড় দেয়না মানিক সে খবর রাখেনি কেউ; আমাকে বুঝবে হয়ত শব্দ খেলুরে ব্যর্থপ্রেমিক। কথার অশ্রু নিয়ে সরোবর, নীলপদ্ম তাতে; রথের চাকার দাগে শব্দের শরীর। -- অচেনা শ্রাবণ গ্রন্হ হতে গৃহীত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।