আমাদের কথা খুঁজে নিন

   

অনিদ্রা অথবা অপবাদ

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে পরিযায়ী পাখি এসে বলে গেছে অনিদ্রার মতো বিদূর নাবিকের চোখে আড়াআড়ি শুয়ে আমি নাকি আজও অপলক শারদ নীল আকাশ দেখি! ওখানে স্মৃতির মেঘ জমে জমে গাঢ় হলেই ঝরে পড়বো বিস্মৃতির পাটাতন বুকে কিছুদিন। তারপর জানিতো! অজস্র নোনা জলে মিশে যাবে আমাদের বিরহ গাথা, হেমন্তের রোদেলা দুপুরে সমুদ্রের জল আমাদেরই গল্প বলে ঢেউয়ের ছলে- ছলাৎ-ছল ছলাৎ-ছল, পাখি এসে বলেছিলো তাই! আমিতো ভুলিনি তাকে, পাখিকে বলিনি সে কথা আমি, জলেরই ভাষায় বলেছি তা জলেরই কানে! ভালোবাসি যাকে আমি, পরাঙ্মুখ সে জলনিবাসী, একাকী তার কষ্ট বিলায় মধ্যরাতে নীল আকাশে, এসে গেছে শীতের আভাষ, একটিতো নীল চাদর ছিলো দুজন মিলে, কেউ না জানুক নীলরাঙা সেই চাদর জানে কে ভেঙেছে প্রতিশ্রুতি! কে তুলেছে হৃদয়ে খিল! পাখিকে বলিনি সে কথা আমি, জলেরই ভাষায় বলেছি তা জলেরই কানে, জলতো যাবে জলেরই পানে, চিনবে কি আজ জোয়ার এলে কোন ধারাটি নদীর জল কোনটি আমার পরিশ্রুতি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.