আমাদের কথা খুঁজে নিন

   

অনিদ্রা জার্নাল

বাঙলা কবিতা

অনিদ্রা জার্নাল ======= ক্লান্তির আগুন লেগে এ-দাহ্য শরীর হলো মোম; তবু আজ নিদ্রা যে কিশোরী-মন! কোন বাথানের পিছে ছুটে গেল দূরান্তের বিলে বিলে পাগলা-হাওয়াকে সঙ্গী ক'রে? মধ্যরাতে, অকস্মাৎ বিড়ালের মতো সুরে কেঁদে উঠলো দুপুরের স্মৃতি...সময় বিভ্রান্ত হলো লগ্নে ও লক্ষণে; পরোক্ষের পটভূমি আজও উচাটন। বলো তো হে হুতোম পেঁচার মগ্ন ডাকাডাকি, গলনোম্মুখ এই মোম-দেহটাকে আজ পেতে রাখি কোন শয্যাবনে! মাঠে মাঠে ডেকে ওঠে শিয়ালের রূপসী প্রজাতি; মেছো-বাঘেদের দল বুঝি নেমে এলো, মাৎস্য-অভিসারে! এ-রকম বহুরাত কেটে গেছে, যাযাবর তমসার সাথে গল্প ক'রে; তারপর দূর কোনও শ্বেতস্বপ্নের দেশে রৌদ্র নিভে এলে, আমি এক নিঃসঙ্গ সম্রাজ্ঞীকে সান্ধ্য-শুভেচ্ছা দিয়ে গ্রেফতার হ'য়ে গেছি ঘুমের দখলে। আহ! সেই প্রশান্ত নিদ্রার দেবী কতোদিন শ্রাবস্তীর কারুকার্য লুকিয়ে রেখেছে! আজ আমার ক্লান্তির আগুনে পোড়া মোম যে নরম হয় অথচ গলে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.