যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। আমি দেখতাম আমার মাকে সন্ধার পর বাবা যদি কোন কাজে বাহিরে যেতেন,মা বাবাকে খুব সন্দেহ করতেন।
ধীরে,ধীরে বাবার প্রতি মা,র সন্দেহ আরও বড় হতে থাকে। আর বাবার প্রতি মা,র এই সন্দেহর জন্য মা,র সাথে বাবার তেমন বনিবনা ছিলনা। মাঝে,মাঝেই দেখতাম দু,জনার সাথে এ নিয়ে কথা কাটা কাটি হতো। আবার মাঝে,মাঝে দেখতাম, এই বিষয় এর উপড় ভিত্তি করে মাকে বাবা খুব মারধর করতেন। মা তখন খুব কাঁন্না করতেন।
আবার কখনো,কখনো মা,নানার কবরের পাশে বসে এর জন্য কাঁন্না করতেন। তখন মা,র কাঁন্না দেখে আমার খুব কষ্ট লাগত। মা,একদিন বাবার সাথে রাগ করে এ ব্যাপার নিয়ে গলায় কাপড় দিলেন। আর একদিন মা,এই ব্যাপারেই মাথায় বটি দা দিয়ে নীজ হাতে কুপ নিলেন। সেদিন মা,র মাথা থেকে তখন অঝরে রক্ত পড়তে ছিল।
আমি তা দেখে খুব ভয় পেলাম। মা আমার ভাগ্যগুনে বেঁচে আছেন। কিন্তু মা আমার বেঁচে আছেন ঠিকই। তবে,তিঁনি মৃত্যুর যন্ত্রনা ভূগ করেছেন বোধ হয় তাঁর জীবনে কয়েক হাজারবার। আমার ভাবতে খুব কষ্ট হয়।
কোন মনে স্ত্রী তার শ্বামীর জন্য এবং শ্বামী তার স্ত্রীর জন্য সন্দেহ নামক নরক তার প্রিয় জনের অন্তরে জ্বালিয়ে দেয়। ছিঃ ওয়াক থু তাদের মুখের উপড়,যারা দম্পত্তি সম্পর্কের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। আমার ইচ্ছা করে,খুব ইচ্ছা করে সন্দেহ সৃষ্টি কারীদেরকে ঠিক ইট যেমন বাটায় পোড়ে তেমন করে ওদেরকে পোড়িয়ে নিঃশেষ করি। আর আমার এ ইচ্ছা ততদিন থাকবে যতদিন সূর্য পৃথিবীকে আলোকিত করবে। কেননা,মানুষের মধ্যে মনুষত্ব্যের চায়তে পশুত্ব্যই বেশী প্রকাশ পায়।
আর মানুষ নয় পশুর স্বভাব,চরিত্রের অধিকারী মানুষই সংসারে নীজেকে প্রকাশ করে সংসারকে নরকে পরিনত করে। সুতরাং,,আপনার সংসারে বিরাজরত শয়তান,পশু,জন্তু,হিংশ্রের থাবানল থেকে বাচার জন্য সর্বক্ষন সতর্ক থাকুন। কেননা,ওদের থাবানলে প্রান নরকগামী হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।