আমাদের কথা খুঁজে নিন

   

সন্দেহ উপাখ্যান !!!!

আিম ভবঘুের

মানুষ কেন প্রেম ও বিবাহ করে? ১, মানসিক প্রসান্তির জন্য ২. যৌন চাহিদার জন্য ৩. নারীর সান্নিধ্য পেতে ৪. সংসার বাড়াতে কোনটি আপনার উত্তর হবে?? সভাবতই সবাই প্রথমটাকে প্রাধান্য দিবেন তাই নয় কি? কারণ যৌন চাহিদা চাইলে যে কোন ভাবেই পূরণ করা যায়। তাই একটু মানসিক প্রসান্তি খোঁজাই হল প্রেম এবং বিয়ে করার প্রধান কাড়ন! মানব জীবনে প্রেম ও বিবাহ একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি বহুদিন অপেক্ষা করে বহু মেয়ে দেখে শুনে একটা প্রেম অথবা বিয়ে করে ফেললেন। এখন আপনার মনে মনে আকাঙ্ক্ষা সুখের তা পেলেন ও তা যৌন ই হোক আর মানসিক। আপনার এই সুখের ঘরে দুঃখের আগুনটা কখন লাগবে জানেন? আপনার প্রাণের সঙ্গী যখন আপনাকে সন্দেহ করবে তখন, আপনার তখন আর কিছুই ভাল লাগবে না... মনে হবে কেন যে বিয়ে করলাম, কেন যে প্রেম করতে গেলাম... কিছু সন্দেহের গল্প বলছি... ১. এক বদ্রলোক তার প্রেমিকাকে খুবই ভালবাসে তার জন্য জান দিতে ও রাজী।

তাদের প্রেম ভালই চলছিল হটাত করে করে একদিন তার এক পুরনও বন্ধুর সাথে দেখা হল খুবই গল্প করল দুই বন্ধু। গল্পের ফাঁকে জানা গেল বন্ধু ও সে একই এলাকায় থাকে তার বন্ধুটি একটি মোটর বাইক কিনেছে তো তারা সেদিনের মত যে যার বাসায় ছলে যায়। পরেরদিন তার বন্ধু তাকে ফোন করে বলে ছল বন্ধু বাইক এ করে বেরিয়ে আসি যেই কথা সেই কাজ তারা দুবন্ধু মিলে সারা ঢাকা বেরিয়ে এল। এখন ওই বদ্র লোক তার এই মধুর গল্পখানি যখনই তার প্রেমিকাকে বলল তখনি ঝামেলার সুত্রপাত ঘটল, প্রেমিকা প্রশ্ন বাণে জর্জরিত করতে করতে লাগলো, তুমি কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? কার সাথে গিয়েছিলে? ছেলে না মেয়ে? এতসময় কি কেউ বন্ধুর সাথে থাকে? তখন বদ্রলক বলল বিষয়টি কিন্তু এইবার প্রশ্ন তোমার বন্ধু যে ভাল তা আমি কিভাবে বুজবো? তার সাথে মিশে যে তুমি কোন অপকর্ম করনি তারই বা প্রমান কি? তুমি নিঃস্বয়ই কোন খারাপ কাজ করে এসেছ যার ফলে এত সময় লেগেছে, তারপর সতর্কবাণী আর যদি তোমার ওই বন্ধুর সাথে মিশ তবে আমি আর নাই তোমার সাথে... ২. প্রেমিকের মোবাইলে হতাথ করে একটা মিস কল এল সাথে সাথে প্রেমিকার সন্দেহের চাহনি কে এইটা কল দাও আমি দেখি কে ছেলে না মেয়ে, এইবার প্রেমিক বাধ্য হয়ে কল করে যদি অইপ্রান্তে কোন নারী হয় তবে খবর পুরা খারাপ। প্রেমিকের মোবাইল এ কোন নারী কল করতে পারবে না এটা কি মানা যায়? যদি আপনার cousin phone করে আর প্রেমিকা তা নিয়ে আপনাকে সন্দেহ করে তবে আপনার কেমন লাগবে? প্রেমিকের কোন বান্ধবি থাকতে পারবে না অথচ প্রেমিকার বন্ধু থাকতে পারবে, প্রেমিকের সাথে দেখা হওয়ার সাথে সাথে তার মোবাইল ছেক করা শুরু... কোন unknown number থাকলেই নানান অপবাদ যদি দেয় তবে কেমন লাগে? ধরুন আপনার কোন এক পরিচিত মেয়েবন্ধুকে আপনার প্রেমিকা পছন্দ করে না মানে সন্ধেহ করে তবে আপনি তাকে বলে দিলেন আর ফোন করোনা, তারপরও যদি সেই নারী আপনাকে কল করে তবে তাতে কি প্রেমিকের দোষ? ৩. রাস্তায় চলাফেরা করার সময় আমাদের সামনে বহুকিছুর সম্মুখিন হতে হয় তখন আমরা ভিবিন্ন জিনিসের দিকে তাকাই, এখন আপনার প্রেমিকা যদি মনে করেন যে আপনি কোন মেয়ের দিকে তাকিয়ে আছেন তবে বিষয়টি কেমন দেখায়? এক প্রেমিক বাটা জুতার শওরুম এর পাশ দিয়ে হেটে যাওয়ার সময় সে শওরুম এর দিকে তাকিয়ে জুতা দেখছিল, অথচ একই সময় তার প্রেমিকা মনে মনে ভাবতে লাগল সে বোধয় কোন মেয়ের দিকে তাকিয়ে আছে।

তখন অবস্থাটা কেমন হয় একবার ভেবে দেখেছেন??? এ সবই সন্দেহের কাল থাবা............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।