আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ ও নাবিক [সুখ দুঃখ]

ধর্মান্ধ এবং নাস্তিকরা দূরে থাকুন… একখানি জাহাজ, বিশাল জলরাশি সাগড়ের বুকে। বড় বড় ঢেউ আছরে পরে জাহাজের গায়। দূর আকাশে আজ চাঁদ নেই। হাজার তারার মেলা। মাঝে মাঝেই চোখে পড়ে দুএকটা তারা খসা।

সুন্দর নক্ষত্ররাজি থেকে একটা খসে পরা দেখে ভাবিঃ বেচারা! শেষপর্যন্ত খসেই পরল! আজ যদি আকাশে চাঁদ থাকতো তবে আর এ খসে পরা দেখতে হতো না। তবে নাবিক আজ বেশ প্রফুল্ল। পরিষ্কার ভাবে নক্ষত্র মালা দেখা যাওয়ায় তার নাকি দিকনির্দেশনা পেতে অনেক সুবিধে হচ্ছে। আজও একখানি জাহাজ, আকাশে ভরা পূর্ণিমার চাঁদ। কালো আকাশটা আজ রুপালী দেখাচ্ছে।

আজ মনটা বেশ ভালো। কারন আজ তারাগুলো গা ঢাকা দিয়েছে চাঁদের আলোর আড়ালে। তাই খসে যাওয়া তারাটাকে আর দেখতে হবে না। কিন্তু একি! এ সুন্দর পূর্ণিমার রাতে নাবিক এত বিমর্ষ কেন? তার ভিতর কী আবেগ অনুভূতি নেই? বেশ আগ্রহী হয়ে গেলাম নাবিক সাহেবের কাছে। তার সমস্যাটা জিজ্ঞেস করলাম।

নাবিক আমার দিকে মাথা তুলে তাকালেন। বললেন- চাঁদ দেখে এত খুশি হবার কারন নেই। বরঞ্চ এই চাঁদই আমাদের ভুল পথে এনে দিয়েছে। যে তারা দেখে আমরা চলছি তা হারিয়ে গেছে চাঁদের আলোর মাঝে..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.