আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) মেয়র পদ থেকে সাদেক হোসেন খোকাকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

১৩ অক্টোবর ( রেডিও তেহরান) : ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) মেয়র পদ থেকে সাদেক হোসেন খোকাকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। গতকাল (বুধবার) কমিটির সভায় সদস্যরা ঢাকা সিটি কর্পোরেশনের দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে দ্রুত ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকাকে অপসারণ করার দাবি জানান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকার নগর পিতা হিসেবে মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকাকে তারা মানতে নারাজ। এ অবস্থায় প্রয়োজনে নবম জাতীয় সংসদের আসন্ন অধিবেশনেই সিটি কর্পোরেশন আইন সংশোধনের দাবি জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট রহমত আলী রেডিও তেহরানকে বলেছেন, ‘ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সাদেক হোসেন খোকাকে সরিয়ে প্রশাসক নিয়োগের কোন পরিকল্পনা সরকারের নেই।

কারণ এ ধরনের কাজ করতে হলে সিটি কর্পোরেশন আইনের সংশোধন প্রয়োজন। তাই সাদেক হোসেন খোকাই নির্বাচনের আগ পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। ' আর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন কেন দেয়া হচ্ছে না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান,‘সিটি কর্পোরেশন আইন সংশোধনের জটিলতার কারণে নির্বাচন দেয়া হচ্ছে না। ' তাহলে অন্যান্য সিটি কর্পোরেশনের নির্বাচন দেয়া হচ্ছে কিভাবে- জানতে চাইলে তিনি বলেন, সেগুলো নতুন সিটি কর্পোরেশন। তবে খুব শিগগিরই তারা আইনটি সংশোধনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট রহমত আলী।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ রেডিও তেহরানকে বলেছেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে আরেক নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতা নেবেন, এটাই সাংবিধানিক বিধান। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রকে সরিয়ে সেখানে প্রশাসক নিয়োগের দাবি কিংবা চিন্তা সম্পূর্ণভাবেই সংবিধান বিরোধী। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এটা কখনোই কেউ মেনে নেবে না। ' এ ধরনের কাজ করার চেষ্টা হলে সরকারকে চরম বিতর্কের মুখে পড়তে হবে বলে আশংকা এই স্থানীয় সরকার বিশেষজ্ঞের। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের এতদিন পার হলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিচ্ছে না।

নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর হেরে যাওয়ার আশংকায় সরকার ওই নির্বাচনের ঘোষণা দিচ্ছে না বলেও মন্তব্য করেন অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। একইসঙ্গে রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে মেয়াদোত্ত্বীর্ণ সিটি কর্পোরেশনের মেয়রকে দায়িত্বে রাখাও ঠিক হচ্ছে না বলে মনে করেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। সংসদীয় রীতি মেনে সাংবিধানিক পন্থায় ক্ষমতার পালা বদলের দিকে সরকার নজর দেবেন এমনটাই প্রত্যাশা করেছেন বিশ্লেষকরা। সৈাজন্যে : রেডিও তেহরান/১৩-১০-২০১১ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.