এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... "আপনি কিভাবে আপনার Facebook Account নিরাপদ রাখবেন "
Password : সব সময় password দিবেন A B C D E.... & 0 1 2 3 .....মিক্স করে । কখনো শুধু মাত্র 0 1 2 3.... দিবেন না । এতে করে Hacker দের 10! (factorial) করতে হয় । আর আপনি যদি Alphabet (a b c d e....) এবং Digit (0 1 2 3....) উভয়ই ব্যবহার করেন তাহলে Hacker দের 36! হবে ।
Number Of Password : মনে রাখবেন Password কখনো 11 digit এর নিচে দিবেন না।
এর নিচে Password break করা কোনো বেপারই না । তবে মাঝে মাঝে 11 digit নিরাপদ না । তখন 11 digit এর চেয়ে বেশি 32 digit পর্যন্ত Password দিবেন ।
Friend List : Friend list কোনো অবস্থাতেই show করে রাখবেন না । সব সময় Hide করে রাখবেন ।
এমন কি Relationship ও Hide করে রাখবেন ।
Unknown Friend : কখনো Unknown কোনো Friend কে Request Send করবেন না । এবং Unknown কারো Request Accept করবেন না। তবে Minimum 5 জন Mutual Friend থাকলে Request Send অথবা Accept করতে পারেন ।
Block : মনে রাখবেন একটানা 25 টা ID হতে কনো ID কে block করলে ওই block করা ID একেবারে Deactive হয়ে যাবে।
Report : কারো কোনো ক্ষতি না করে তার বিরুদ্ধে report করলে সবচেয়ে বেশি কার্যকর হয় । এ ক্ষেত্রে Facebook authority সিদ্ধান্ত নিবে অভিযুক্ত ID এর বিরুদ্ধে।
Activities : আপনার activities যেমন like , comment , tagg এগুলো Hide করে রাখাটা নিরাপদ। Privecy তে গিয়ে customize করে নিলে ভালো হয়।
Log Out : প্রতিবার facebook এর কাজ শেষ হলে log out করুন।
এছাড়া যখন তখন অন্যের Mobile/Computer/Laptop হতে facebook এ log in করবেন না ।
যদিও সবার বিষয়গুলা জানা তারপরও আবার রিমাইন্ডার দেবার জন্য শেয়ার...
ও হ্যা এটা ফেসবুকের আমার এক বন্ধুর স্ট্যাটাস থেকে নেয়া... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।