আমাদের প্রধান বিমানবন্দর জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের নাম পাল্টানো হচ্ছে। শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর করা হচ্ছে। খুবই ভালো উদ্যোগ। জিয়া হয়তো ডিজিটাল এর সাথে যায় না। কি আর করা?
সেই লক্ষ্যেই গতকাল রাত থেকে জিয়াকে তাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
আজকে পত্র পত্রিকায় দেখলাম, জিয়া টুকু মুছে দিচ্ছে ধারাবাহিক ভাবে। কিন্তু মুছবে এ ব্যাপারে যখন সরকার শিওর, তাহলে শাহজালাল এর 'ল্যাটারিং' করে এনে রাখলো না কেন? 'শাহজালাল' লিখতে ব্যাবহৃত অক্ষরগুলো প্রস্তুত করেই 'জিয়া'র অক্ষরগুলো তুলে ফেলা উচিত ছিল। কিন্তু হঠাৎ তুলে ফেলায় আমাদের এই আর্ন্তজাতিক বিমানবন্দর হয়ে গেছে পোশাক পরিচ্ছদহীন। খুবই খারাপ লাগছে এর চেহারা দেখতে। বিদেশীরা এসে বিভ্রান্ত হচ্ছে, এটা কোথায় এসে নামলো তারা?
নামহীন এক বিমানবন্দর নাকি?
তাই এসব দৃশ্য সহ্য করতে না পেরে এবং দেশের মান সন্মান সমুজ্জল রাখতে আমিই একটা কাজ করে ফেলেছি।
একান্ত ব্যাক্তিগত উদ্যোগে আপাতত কাজ চালানোর জন্য বিমানবন্দরের একটা নাম ঠিক করে নাম এর অক্ষরগুলো যুক্ত করে এসেছি।
আপনাদের সুবিধার জন্য সেই ছবিটি তুলে এনে দেয়া হলো...
দেখুন কত মহান আমি!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।