আমাদের কথা খুঁজে নিন

   

চারিদিকে দেখছি প্রইভেট ও পাবলিক নিয়ে ক্যাচাল ও গালমন্দ শুরু হয়ে গিয়েছে । ভাবলাম আমিও কোনো অবদান রাখি ।

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । উন্মাদ বালকের পোষ্টে..(সাউথ-ইস্ট ইউনিভার্সিটি এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ব্যাপক সংঘর্ষের ছবি) এবং ফারজুল আরেফিন আরেফিনের করা ২৪নং কমেন্টের প্রতিউত্তরে আমার ৫৪ নং মন্তব্য । সব কমেন্টরের উদ্দেশ্যে বলছি শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিৎ মানুষ্যত্বের বিকাশ সাধন। হতে পারে তা পবলিক বা প্রাইভেট যে কোন প্রতিষ্ঠান থেকে এমন কি প্রতিষ্ঠানের বাইরে থেকেও। যদি শুধু মাত্র ক্যারিয়ারের বা লাইফের উদ্দেশ্যের কথা বলেন তাহলে বলতে হবে "সুখী" হওয়াই মানুষের ক্যারিয়ারের বা লাইফের উদ্দেশ্য একামাত্র উদ্দেশ্য।

একথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। এখন আপনি প্রাইভেটে পড়েন আর পাবলিকে উদ্দেশ্য হতে হবে দেশ ও আপনার মন্গল। আমার নিজের কথাই বলি, ভালো একটা পাবলিক ভার্সিটিতে পড়ি ভালো সাবজেক্ট পেয়েছিলাম তারপরও নিজের পছন্দের সাবজেক্টে পড়েছি। যখন ভর্তির জন্যে ঐ ডিপার্ডমেন্টে গেলাম, ডিপার্টমেন্ট প্রধান বললেন এই সাবজেক্ট কেন নিলে ? আমি বললাম আমার এটা ভালো লাগে। (আমি একটু অন্য মাইন্ডের, তাই সাবজেক্ট নয় যেটা ভালো লাগে সেটা জানাটাই আমার কছে মুখ্য।

) আরেকটা কথা , ফারজুল আরেফিন @ আপনি হয়ত জানেননা যত ভালো প্রাইভেট ভার্সিট"ই বলেননা কেন আগে সবাই ঢাকা, জাহান্গীর বা অন্নান্য ইউনিভার্সিটিতেই আগে ট্রাই করে। তারপর পাবলিক ভার্সিটি। যদি ভালো সাবজেক্ট পায় তাহলে পড়ে আর না পেলে তখন যায় প্রাইভেটে পড়তে। আবার অনেকে সেশন জটের কথা চিন্তা করে প্রাইভেটে ভর্তি হয়। আসল কথা হল জানা এবং সুখী হওয়া।

আর বাপের টাকা যদি ফারজুল আরেফিন @আপনার এত বেশীও হয় তাহলে প্রাইভেটেই বা পড়ে চাকরগিরী করার দরকার কি এর চেয়ে ব্যাবসা করলেইতো পারেন। । গিয়ে দেখুন পাবলিকের গুলোই বেশী বিজনেস করে, আর প্রাইভেটের গুলো চাকরগিরী জন্যে ,তাহলে কি এতেই প্রমান হয় না যে আসলে আপনি ও আপনার মত মানষিকতার (যারা সমাজের এক শ্রেনী কে লাথি মারতে চায় শুধুমাত্র বাবার পয়সা কম এই কারনে) তারাই আসলে ফকিন্নি। মাইন্ড ইট। আপনার উচিৎ সকলরে কাছে আরেকটি কমেন্টের মাধ্যমে ক্ষমা চাওয়া, বাকি আপনার মর্জি।

আমার কমেন্টে কেউ কষ্ট পেলে ক্ষমা প্রার্থী আপডেটেড >>> ফারজুল আরেফিন ঐ পোস্টের ৫৭ নং কমেন্টে বলেছেন... @মি.সিম্পলম্যান, ধন্যবাদ। ক্ষমা চাওয়ার মত কিছু বলা হয় নাই। যারা সমাজের এক শ্রেনীকে লাথি মারতে চায় শুধু সরকারিতে ভর্তির সুযোগ পেয়েছে বলে - তাদের জন্য নতুন করে বলার কিছু নেই। উনার এই কমেন্টের কারনে আমি উনার উপর থেকে সকল দোষ উইড্রো করে নিলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।