তোমার হৃদয় এখন নষ্ট পোকার দখলে সেখানে নেই আজ একরত্তি উর্বর জমি চাষবাসের। অনুভূতিকে দাহ করেছ জ্বলজ্বলে চিতার অনলে স্ব ইচ্ছায় পার্থক্য বোঝনা তাই ফুল আর কাঁদামাটির মূর্তির। দৃষ্টি অন্তরীক্ষে সুখের বাগান ছেড়ে তাই স্বপ্ন দেখো অভিশপ্ত রাজপ্রাসাদের। সীমা ছেড়ে অসীম অলীক কল্পনায় ভেসে বেড়াচ্ছ তুমি এক ভ্রান্ত পথিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।