আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাব : প্রত্যাখ্যানে নিরপেক্ষ সদস্যদের প্রভাবিত করতে সক্রিয় যুক্তরাষ্ট্র্।

আমি ঈমান আনিলাম আল্লাহ উপর এবং মালাইকার উপর এবং কিতাবসমূহের উপর এবং রসূলগণের উপর এবং আখিরাতের দিবসের উপর এবং কুদরতের উপর যে, ভাল-মন্দ আল্লাহ পক্ষ থেকে এবং মৃত্যুর পর পুনরুত্থাননের উপর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য নিরপেক্ষ সদস্যদের প্রভাবিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজ তাদের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। সোমবার বিকালে ফিলিস্তিন বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের নিরপেক্ষ সদস্যদের বোঝাতে চেষ্টা করছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিপ্রাপ্তির এটা সঠিক সময় নয়।

মতভেদ সমাধানে এ মুহূর্তে উভয়পক্ষের আলোচনার টেবিলে আসা দরকার। (সুত্র দৈনিক আমার দেশ) আমরা কতটা অসহায় হয়ে পড়েছি যে একটি মুসলিম দেশের স্বাধীনতার জন্য জাতিসংঘের মত বাজে একটি সংঘঠনের দ্বারস্থ হচ্ছি। বিশ্ব মোড়লরা সারা বিশ্বে গনতন্ত্র ফেরী করে। আর আমরা তার পন্য কিনে ধন্য হই। অহরহ, প্রতিনিয়ত।

আমাদের মুসলিম জাতি হিসাবে মর্যাদাবোধ কি শূন্যের কোঠায় নেমে গেছে। আমরা কেন বলতে পারি না যে আমাদের স্বাধীনতা হরনের অধিকার কারুর নেই। কারন আমরা শাসক নির্বাচন করেছি এমন গোষ্ঠীকে যারা মূলত ক্ষমতার প্রত্যাশী, কল্যানের নয়। একটি মুসলিম দেশ্ও নেই যাদেরকে মুসলমানরা সম্মান করতে পারে। তাই আজ ইহুদী নাসারাদের কাছে আমাদের করজোড়ে ভিক্ষা চা্ওযা যে,আমাদের ভাইদেরকে স্বাধীন করে দা্ও।

আমরা আমাদের ভাইদের স্বাধীনতাকে কেন তাদের ইচ্ছার কাছে সমর্পন করছি ? আমাদের বাহু গুলো কি এতই দূর্বল ? আল্লাহ কি দূর্বল জাতি দ্বারা সবল পরাক্রমশালী বড় বড় জাতিকে পরাজিত করেননি ? নিকট সময়ে আফগানিস্তানের সাথে সোভিয়েত ইউনিযনের যুদ্ধ , আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ কি তার প্রমান বহন করে না ? আমাদের কাজ চেষ্টা করা ,সাহায্য পাঠানোর কাজ, বিজয় অর্জনের কাজ আল্লাহর। আসুন এসব গনতন্ত্রকে ছুড়ে ফেলি, রাজতন্ত্রের উচ্ছেদে আরবদের সাহস জোগাই। আসুন নেক আমল করি, তাহলে মনে সাহস আসবে। বদ আমল দ্বারা মনের সাহস নষ্ট হয়ে যায়। আসুন ইসলামের রশিকে শক্তভাবে আকড়ে ধরি।

দেশের সীমানা দ্বারা মুসলিম ভাইদের থেকে বিচ্ছিন্ন হ্ওয়ার প্রতিবাদ করি। আজ যদি মুসলিম দেশের মধ্যে কোন সীমানা না থাকত তাহলে আমাদের নিয়ে এভাবে খেলা করার সুযোগ কোন কাফির সম্প্রদায়ই পেত না। জাতীয়তা একটাই আর সেটা হল ইসলাম। এ বাদে বাকি সীমানাগত জাতীয়তাবোধ আজ আমাদের ধংসের অতল গহবরে নি্ক্ষেপ করেছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং ঐক্য দান করুন।

আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।