ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে............... রাত হওয়ার কথা ছিল না আর, রাত তবু দিনে দিনে গভীর হয়। রাতের একটা বাজলে আরও বেশি কালো মনে হয় ছাতিমতলার ছাইকুড়ের ছায়া। ঠিক তারপরের ... ঘোলা দিনের নাম যদি হয় : এক দুই, গুমোট মাসের পদবি হয়: শূণ্য ছয়। অথবা, ঠাণ্ডা রোদেলা দিনের নাম: শূণ্য এক, আর মাসের ঝিম ধরা পদ যদি: এক শূণ্য...... বাদলার তুমুল জলে সেই দুইডা দিন ভাইস্যা যাউক বদ-মানুষ্যা তাপ,বেবাক ইস্কুলঘরের মাঠভইরা পানি নামুক দিনভর। পোস্টারের গায় থাইক্যা নৌকা খইস্যা পড়ুক জলের বুকে ধপাস, আর ধানের শীষের মাথাতক পানি য্যান লকলক করে! তক্ষণে তবে শুনি কেমনে, হে শ্বাপদ দানববৃন্দ, মনুষ্যরূপ লইয়া বঙ্গদেশ শাসন করিয়া নাচিয়া তাথিয়া ছুটিতে পারো? বিবাদ করিতে দিয়া প্রজারে আষ্টেপৃষ্ঠে, কোন পন্থায় বসিতে পারো ময়ূর-স্বর্ণ-সুডৌল সিংহাসনে?অভিশাপ রহিল: যেন কতক নিকৃষ্ট হইতে কৃত্রিম উত্তম নির্বাচনের অশুভ বাধ্য দিবসে সমস্ত রাজত্ব স্তব্ধ হইয়া যায়, যেন নির্বাচনপরের সূর্যালোকে সকলের চক্ষুকর্ণের কবাট খুলিয়া যায় আর যেন উচিত দেখিতে পায় উড়ন্ত বেয়াদব পিপীলিকার মতো তোমরা ভস্ম হইয়াছ! তখন ছাতিমতলার কালো ছাইগুলো রাতে রাতে দেখতে আরো কালো হবে, হোক। জেলায়, জেলায় য্যান ঢল নামে স্বাদিন মাইনষের। ঢাকার শহর য্যান ভাইস্যা ওঠে কুমির, হাঙর ডুবাইয়া দিয়া বেহেশতের বাগানের মতোন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।