আমাদের আশরাফুল যদি বাংলাদেশ ক্রিকেটে সবসময় ফুল হয়ে ফুটত তাহলে আমাদের ক্রিকেট আরো দুরে এগিয়ে যেত। বেটিং এ ধারাবাহিকতা নাই বললেই চলে। ক্রিজে নামার পর ওরে যখন দেখি ফুল(গাধা)এর মত আউট হতে তখন কেমন যে লাগে বলে বুঝাতে পারবোনা। আফতাব তো কালের গর্ভে বিলীন হয়ে গেছে ওর জায়গাটায় এখনো কোন হার্ড হিটার নেই আর আফতাবের মত ফিলডার খুব কমই আছে দলে। সেই আমাদের আফতাব অলসে পরিনত হয়ে ব$।
বসা নিয়া পরে আছে। আর আশরাফুল আশার ফুল দেখিয়েই যাচ্ছে। তবু আশরাফুলের প্রতি আমাদের অনেক অনেক ভালবাসা ও শুভকামনা। বাংলাদেশে জেগে উঠ বাংলাদেশ জেগে উঠ আপন শক্তিতে। তামিম সাকিব মুশফিক দেখিয়ে দাও ওয়েষ্ট ইনডিজ কে বাংলা ওয়াস কেমন লাগে যেমন নিউজেলেনডকে করছিলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।