কত তারা আকাশে... আমরা প্রায় সবাই উইন্ডোস ব্যবহার করি। নিচে আমরা কয়েকটি মোস্ট পপুলার সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো
ওয়েব ব্রাউসিং
মোজিলা ফায়ারফক্স
সুবিধা:
১। অনেক স্পীড।
২। security বেশি।
৩। browser appearance পরিবর্তন করা যায়।
৪। Session Restore করা যায়।
অসুবিধা
১।
startup time অনেক বেশি।
২। অন্য ব্রাউসারের চেয়ে মেমোরি বেশি নেয়।
৩। কিছু ওয়েবসািট দেখা যায় না।
ভিডিও কনর্ভাট
মিরো
সুবিধা:
১। এটা ব্যবহার করা খুব সহজ।
২। যে কোনো ধরণের ভিডিওকে কনর্ভাট করতে পারে।
অসুবিধা
১।
MKV files সাপোর্ট করে না।
২। high-definition files এটা দিয়ে কনর্ভাট করা যায়না।
টেলিফোন
স্কাইপি
সুবিধা:
১। দেশে বিদেশে কথাবলা যায়।
২। এখান থেকে ল্যান্ডলাইন, ফোন, মোবাইলেও কথা বলতে পারবেন তবে টাকা লাগবে।
অসুবিধা
১। আপনার নেট কানেকশন স্লো হলে কথা বলতে সমস্যা হয়।
IM সফটওয়্যার
ট্রিলিয়ন
সুবিধা:
১।
এটা দিয়ে একই সাথে Yahoo, Aim, ICQ, IRC তে চ্যাট করা যায়।
২। অডিও চ্যাট করা যায়।
৩। ফাইল ট্রান্সফার করা যায়।
অসুবিধা
১। অন্য পিসিতে trillian ইনস্টল না থাকলে ফাইল ট্রান্সফার করা যায় না।
২। Free version সব ধরণের সুবিধা পাওয়া যায়না।
পিজিন
সুবিধা:
১।
account খুলতে হয় না।
২। plugin support করে।
৩। buddy list ইচ্চামতো কাস্টোমাইজ করা যায়।
অসুবিধা
১। অডিও এবং ভিডিও চ্যাট করতে সমস্যা হয় মাঝে মাঝ
EMAIL
মোজিলা থান্ডারবার্ড
সুবিধা:
১। অনেক ফিচার সম্বলিত।
২। নিরাপত্তা বেশি।
৩। Anti-Phishing Protection
৪। অটোমেটিক আপডেট নিয়ে নেয়।
অসুবিধা
১। যেহেতু এটা Microsoft product নয় তায় এখানে Word and Excel কাজ করবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।