আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোস এক্সপি টিপ্স (Windows XP Tips)



উইন্ডোস এক্সপির "start" button এর নাম পরিবর্তন করতে চান? তাহলে প্রথমেই Resource Hacker ডাউনলোড ও ইন্সটল করুন৷ Resource Hacker(TM) এঙ্গাস জনসন (Angus Johnson) প্রণীত একটি freeware utility, যা দিয়ে 32bit Windows executable (*.exe, *.dll, *.ocx, *.cpl, *.scr) ও resource ফাইলগুলিকে (*.res) কে দেখা, পরিবর্তন করা, নাম পরিবর্তন করা, যুক্ত করা, delete করা এবং extract করা যায়৷ এর নিজস্ব resource script compiler এবং decompiler আছে যা Win95, Win98, WinME, WinNT, Win2000 and WinXP operating system এ কাজ করে৷ এই কাজের জন্য explorer.exe নামক ফাইলটির কিছু পরিবর্তন প্রয়োজন, যা কিনা অত্যন্ত বিপদজনক কাজ৷ তাই প্রথমেই explorer.exe ফাইলটির একটি back-up নিয়ে নেওয়া প্রয়োজন৷ (1) command promt (start>Run খুলে টেক্স্ট বক্সে লিখুন cmd এবং enter করুন) খুলুন এবং লিখুন - copy c:\windows\explorer.exe c:\windows\explorer_original.bak এবং enter করুন৷ (2) Resource Hacker খুলুন৷ File>Open এর মাধ্যমে "c" Drive এর Windows ফোল্ডার থেকে explorer.exe ফাইলটি খুলুন৷ বাঁদিকের Pane-এ "String Table" নামক ফোল্ডারটির পাশের + চিহ্নে টিপে ফোল্ডারটি খুলুন৷ এবার তারমধ্যে দেখুন 37 এবং 38 নামে দুটি ফোল্ডার আছে৷ একই ভাবে 37 নামক ফোল্ডারটি খুলুন এবং তারমধ্যের "1033" নামক এন্ট্রিটি select করুন৷ এবার ডানদিকের Pane-এ দেখুন 578 নম্বর লাইনে "start" লেখা আছে৷ এই "start" লেখার বদল করে আপনার পছন্দ মতো যা খুশি লিখুন, যেমন লিখুন "GoWin". এবার "Compile Script" বোতাম চিপে কম্পাইল করুন৷ একই ভাবে 38 নামক ফোল্ডারটির অন্তর্গত "1033" নামক এন্ট্রিটি select করুন ও ডানদিকের Pane-এ 595 নম্বর লাইনের "start" লেখাটির পরিবর্তন করে "GoWin" করুন৷ "Compile Script" বোতাম চিপে কম্পাইল করুন৷ (3) এবার ফাইলটিকে File>Save As এর মাধ্যমে "explorer.xp" নামে Windows ফোল্ডারে সেভ করুন৷ (4) Resource Hacker বন্ধ করে উইন্ডোস-এ ফিরে যান৷ (5)উইন্ডোসকে বন্ধ করুন ও "সেফ মোড উইথ কমান্ড প্রমপ্ট" এ পুনরায় চালিত করুন (উইন্ডোস বুটিং এর সময় F8 বোতাম চিপে থাকুন )৷ (6)উইন্ডোসে প্রবেশ করে কমান্ড প্রম্প্ট এ (ডস প্রম্প্ট)লিখুন copy /y c:\windows\explorer.xp c:\windows\explorer.exe ও enter করুন৷ (7) উইন্ডোজ বন্ধ করুন৷ (8) এবার নর্মাল মোডে (Normal Mode) উইন্ডোস পুনরায় চালিত করুন৷ দেখুন আপনার উইন্ডোস এর "start" বাটন পরিবর্তিত হয়ে "GoWin" বাটন হয়ে গেছে৷ (*** দয়া করে নিজ দায়িত্বে রিসোর্স হ্যাকিং করবেন৷ কোন রকম ক্ষতির দায়িত্ব আমার নয়৷) Kill Piracy! Use Genuine Softwares!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.