নকিয়া এবার প্রবেশ করলো ল্যাপটপের জগতে, নকিয়া নিয়ে এলো "নকিয়া বুকলেট ৩জি" নকিয়ার এই নোটবুকে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোস আর প্রসেসর ইন্টেল এটম।
নকিয়া প্রেস রিলিজে জানানো হয়েছে এর ব্যাকআপ চার্জ থাকবে ১২ ঘন্টা পর্যন্ত :
সাথে সিম সল্ট, বিল্ডইন মোডেম, জিপিএস, ওয়েব ক্যাম তো আছেই।
২ সেপ্টেম্বর থেকে জানা যাবে নকিয়া কোন কোন বাজারে এটা রিলিজ করবে!!!!
যাই হোক, বুঝা যাচ্ছে, সামনের দিন গুলাতে মোবিলিটি আরো অনেক অনেক এগিয়ে যাবে
আর এদিকে নকিয়া বাজারে আনছে নকিয়া এন৯০০ মোবাইল ফোন, যার অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে মিমো অপারেটিং সিস্টেম , যা একটি লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেম। এতে রয়েছে ২৫৬মেগাবাইট RAM, ৩২GB হার্ডডিস্ক!!!!
হঠাৎ নকিয়ার ওয়েব সাইট গুলা ঘাটতে গিয়ে নতুন ডিভাইস গুলা দেখে ভালো লাগলো, তাই সরাসরি সবার সাথে শেয়ার!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।