আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব হোক এক নন্দন

আজ বিশ্বে শুনি কত অসহ্য ক্রন্দন হলো না বুঝি আশানুরুপ জাগরণ! বিশ্বের মানব হলো না বুঝি সচেতন দেশের স্বাধীনতা অতি কষ্টের ধন। বুক ফাটা শুনি কতো চিৎকার-ক্রন্দন ভেবেছিলেম বিশ্ব এক সুন্দর নন্দন। অনেকেই দেখি ছিনায় অনেকের ধন দেখি কত জনের করুণ-মলিন বদন! যারা ছিনায়, কেমন করে সাহস পায় এরুপে যারা গরীবের ধন কেড়ে খায় ওরা ধন না খেয়ে, খায় দেখি আগুন ওরা দেখি তবে মানুষ নামেরই শকুন। ধরো ভাগ্যহতরা দৃঢ় হাতে তরবারি শকুনদের সকলে মিলে শায়েস্তা করি। নারীদের হয় কেমন করে শ্লীলতা হরণ নিত্যদিন কেমন করে হয় এত রক্তরণ? আজকের জঘণ্য-বিশ্রী জড়ৎ মাঝারে মানুষ বুলেটের আঘাতে কি করে মেরে? মরণকে দ্যাখো কিভাবে করছে বরণ বিশ্বে বন্ধ হোক অজাচিত-ঘৃণ্য মরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.