জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org প্রতিক্ষার প্রহর কাটে একাকি বসে গান শুনতে শুনতে আর তারি সাথে মিশে রয় এক অজানা অপেক্ষার ঘোর প্রতিক্ষার প্রহর কেটে যায় সারারাত ধরে তারা গুনতে গুনতে আর অপেক্ষার রাত শেষ হতে না হতে নেমে আসে ভোর। নির্ঘুম কেটে যাচ্ছে একটি একটি করে প্রতিক্ষার দিনরাত্রি জন্ম জনম কেটে যাচ্ছে এভাবেই যেন এক শুন্যতায় বসবাস শেষ হয় না যেন আপেক্ষার, আর তারা গোনার কালরাত্রি জনম জনম কাটে প্রতিক্ষায় তোমার, যেন নিয়তির নির্মম পরিহাস। সূর্য ওঠে ভোর হয় আবার সূর্য ডোবে, নেমে আসে অন্ধকার তবু কাটে না যেন প্রহরগুলি তোমার জন্য আমার প্রতিক্ষার চাঁদ ওঠে জ্যোৎস্না হাসে, নেমে আসে অমাবস্যা নেমে আসে আঁধার চেয়ে থাকি কোন পথ পানে কাটে না সময় যেন আমার অপেক্ষার। জন্ম জনম কাটে আমার নিয়ে হাত ঘড়ি, শুধু তোমার প্রতিক্ষায় জনম জনম গেল হ্রদয় রক্তাক্ত করি, শুধু তোমারই অপেক্ষায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।