আকাশ ছোঁয়ার সপ্ন দেখি-------------- আকাশ ছোঁয়া সপ্ন
সেদিন কি এমন বৃষ্টি ছিল, যাহ্নবী ছিল উত্তাল;
বাহিরের উন্মাদতা; কি ছিল সেই কোষ্টে,
আমি দেখেছিলাম তার হাহাকারে
হৃদয় থেকে যে নদী উৎসারিত।।
সেই চেনা চিরপরিচিত, আজ নিলীমার
প্রাচীরের ওপাড়ে; আকাশ তার
শেষ পেতে চায় দিগন্তে মিশে।
সেই শেষ ছোঁয়াতে আনুভব কি ছিল।।
আমি প্রতিক্ষায় থাকি
প্রহর প্রহর পার হয়ে যায়
সেতো কই আর আসেনা
নাকি আসে, আমি তারে পাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।