আমাদের কথা খুঁজে নিন

   

তুমি জানো?

তোমায় বলছি. শুনছো তো ? তোমার এত রাগ করলে চলে? আমি না হয় অপারগ ছিলাম । আজ লাভুটা বলছিল ,তোমার কথা , সেই দিন গুলি । তুমি প্রতি ছুটির দিনে , আমাদের এই মেসে আসতে । লাভু এখনো ভুলে নি, তোমার ঐ রান্নার স্নাদ, তোমার সাথে বসে আড্ডা দেওয়া । তোমার মনে আছে? আমার গলা খারাপ ছিল বলে , তুমি আমার লেখা কবিতা পাঠ করতে , আর আমরা বসে বসে শুনতাম ।

দিন গুলো তো আমাদের ভালোই কাটছিল , কিন্তু হঠাত্‍ একদিন তুমি এসে আমায় বললে, তোমায় বিয়ে করতে হবে , কিন্তু আমি অপারগ ছিলাম । কিন্তু তুমি তো জানোই, আমার কিছুই করার ছিল না । তুমি জানো? যে দিন তোমার বিয়ে, সে দিন আমি তোমায় , শেষ বারের মত দেখতে গিয়েছিলাম । কিন্তু তুমি এতো অভিমানী , আমি অধম বুঝতে পারি নি । তোমার এতটুকু ও কষ্ট হয় নি ? আমায় একা ছেড়ে যেতে ।

তুমি জানো না , তোমায় ছাড়া আমার জীবন আধাঁর । তুমি ভেবো না , আমি আসছি, আবার আমরা আগের মত চুটিয়ে প্রেম করব । আর টাকা-পয়সা , আমাদের ভালবাসায় বাধাঁ হতে পারবে না । তুমি দেখো , এবার তোমার মুখে হাসি আমি ফোটাবোয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।