আমাদের কথা খুঁজে নিন

   

জানো...!!!

আমি কিছু নই রে আমি কিছু নই...

জানো... জীবনে অনেক কিছু হতে চেয়েছিলাম। অনেক স্বপ্ন দেখতাম। অনেক অনেক বড় হব। আসলে আমার পরিবেশ আমাকে এ স্বপ্নগুলো দেখাতো। হয়ত দেখাতে বাদ্ধ করতো।

ছোটবেলা হতেই জেনে এসেছি আমাকে নিয়ে আব্বু-আম্মু অনেক আশা করেন। আমার উপরে (হয়ত ক্যারিয়ারের উপরে) তাদের অনেক সম্মান নির্ভর করে আছে। আমি আমার আম্মু-আব্বু কে অনেক অনেক ভালবাসি। জানি তারাও আমাকে অনেক ভালবাসে। কিন্তু আজবধি আমি পারিনি তাদের আশা-ভালবাসার কোন প্রতিদান দিতে।

বরং আমি জানি আমার এই ছন্নছাড়া জীবনের কথা শুনলে তারা অনেক কষ্ট পাবেন। তাই মনে হয় সবসময় এক ধরনের অভিনয় করে চলেছি। তাদের সাথে..., নিজের সাথে। ভালো ভাষায় হয়ত এই অভিনয় কে 'প্রতারনা' বলা হয়। কিন্তু আমি জানিনা কেন আমি এমন? নিজেকে প্রতিদিন কতবার প্রশ্ন করি! উত্তর পাইনা।

আসলে আমি ভেবে পাইনা কি করে আমার দিনগুলো কেটে যায়! এলোমেলো সবকিছু এলোমেলো। অথচ আমি স্বপ্ন দেখি একজন গোছালো মানুশ হবার। শুধু যে বাবা-মা তাই না। সবাই আমার কাছথেকে প্রত্যাশা করে। এইতো সেদিন এক স্যার তার চেম্বারে ডেকে নিয়ে বললেন, "আমি তোমাকে অনেক পছন্দ করি।

আমি তোমাকে ক্লাসের ফার্স্ট বয় হিসেবে দেখতে চাই। " একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাস থেকে এমন কথা সে ছাত্রই প্রাপ্য যে অনেক মেধাবী। কিন্তু আমি তেমন কিছুই দেখাতে পারিনি। বরং প্রথম বর্ষেই DROP দিয়েছিলাম। ভাল লাগে যখন দেখি অনেকেই আমাকে বেশ পছন্দ করে।

কিন্তু এর ভেতরে আমার যে প্রতাশ্যার চাপ যে দিন দিন বেড়ে চলেছে তাও বুঝতে পারি। কিন্তু তাতে আমার জীবনযাত্রার কোন পরিবর্তন হয়না। সেই ছন্নছাড়া!! আবার আর একটা চাপ সবসময় অনুভব করি যে আমাকে অনেকেই যত ভাল ভাবে, আমি হয়ত অতটা ভাল নই। এত মানুষের ভালোবাসা আমার প্রাপ্য নয়। তবে এটা সত্যি যে আমি চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে যে কাউকে সহযোগিতা করতে।

অনেক সময় সেজন্য নিজের অনেক ক্ষতিও হয়। তবুও ভাল লাগে কারো হাসিমুখে THANK YOU শুনতে। তবুও আজঅবধি পাইনি মনের মত একজন বন্ধু যার সাথে সবকিছু শেয়ার করতে পারি। এখন গড়তে পারিনি একটা বন্ধু মহল। আসলে এখানেও দোষটা আমার।

আমার চিন্তা-ভাবনার সাথে কারও মিল খুজে পাইনা। তাছাড়া আমার কাছে মনে হয় এখন আর কেউই স্বার্থ ছাড়া কিছু করতে চায়না। সবকিছুই fake মনে হয়। তাছাড়া যাকেই আপন ভেবেছি কিছুদিন পরেই বুঝি আমার ভুল হয়েছে। আর মানুষ একবার ভুল করে আর আমি বারবার করি।

আসলে আল্লাহ আমার আবেগটা এত বেশি দিয়েছেন বলেই এত ভুল করি। আর এ কারনেই পারিনা self-control করতে। আমি জানিনা আমি কোন পথে চলেছি? সামনে কি অপেক্ষা করছে আল্লাহই ভালো জানেন। নিজেকে আজ নিজের কাছেই অপরিচিত মনে হয় । আমি জানিনা আমার এই বস্তা পঁচা লেখা কেউ সময় নষ্ট করে পরবে কিনা! আসলে মন টাকে হাল্কা করার জন্যই ব্লগে এসেছি।

তবে আমি বর্তমানে যে অবস্থায় আছি তাতে কোন কিছুতেই মন আকাশ থেকে মেঘগুলো যাবে না। মাঝে মাঝে কাদঁতে ইচ্ছা হয়। যদি সেই কান্নার সাথে মেঘগুলো বৃষ্টি হয় ঝরে পরত! কিন্তু কাঁদতেও পারিনা। কেন? জানিনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।