পাগলামীর ভাবসম্প্রসারন....
"ছেলেটা: তোমার যদি কখনও মন খারাপ হয়, আমাকে কয়েকটা মিস কল দিবে, আমার যত কাজই থাকুক, আমি তোমাকে কল দিয়ে কথা বলব, যতক্ষণ না তোমার মন ভালো হয়।"
এই কথাটা আমাকে ভীষনভাবে নাড়া দিয়েছিল, জানো কি তা?
তোমাকে রাত দুটোর সময় কল দিলাম বলে বকা দাও কেন? কেন কল দিই বোঝ না? আমার যে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, ঘুম আসে না, আমি কি করব?
আমার উপর রাগ করো কেন হুম? জ্বালাই বলে? আরও জ্বালাব। আমার ১টা মাত্র বর, জ্বালাব না? বলে কি? আর যদি আমাকে ভুল বোঝ, তাহলে আরও জ্বালাব, হুম। যত্তসব। তুমি যে আমাকে জ্বালাও তখন মনে থাকে না? খালি আমার মাথার মধ্যে ঢুকে বসে থাকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।