বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
আমরা কেমন আছি? কেমন করে চলে যায় দিন? ভাবো কি একবার তুমি?
তুমিতো কেবল নিজের পথে হাটো, নিজের আকাশ দেখ!
কেমন করে বুঝবে তুমি, এই আমাদের অমলিন দু?খগুলো?
যারা বুকের ভিতর তপ্ত স্রোতের মতো বয়ে চলে নিরন্তর,
একাকিত্বে ঢেকে দেয় শত চেষ্টায় সাজানো আমাদের সহজ জীবনকে।
তুমিতো কেবল নিজের পৃথিবী সাজাতে ব্যস্ত, অন্যদিকে তাকানোর সময় কোথায়?
তবে তুমি কোন চোখে দেখবে আমাদের চাহিদার উচ্ছ্বাস?
কোন পথে কিংবা কোন মমতায় খূঁজতে যাবে আমাদের হৃদয়ের বিশ্বাসকে?
যে বিশ্বাসগুলো গড়িয়ে চলে তোমার অনুভুতির দরজার পানে,
কেমন করেই বুঝবে তুমি কতোটা আন্তরিক আমাদের এই সহজ বিশ্বাসগুলো!
তুমি কিছুই বোঝ না, তুমি কিছুই জানো না, জানার চেষ্টা করতে গিয়ে বুঝতে তুমি চাও না,
জানো কেবল বুকের ভিতর ক্ষত রেখে যেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।