তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি রাতের গভীরতা আমাকে নিঃসঙ্গতা মনে করিয়ে দেয়
কিন্তু আমি একা নই অসঙ্খ মানুষ একান্তে একা।
ভাবি সময় ছুটছে , তার সাথে আগমনী গান নতুন দিনের।
আলো আসবেই, তাই শান্তি পাই; আমি একা নই
অসঙ্কখ মানুষ একা হেটে যায় পথ, পৃথিবীর পথে ।
নিয়মিক আবর্তনে দেখা হয়ে যায় কোন এক সোহাগীর সাথে।
যার প্রেম সোহাগ আবার আমাকে বাঁচতে শেখায়।
আমি বেঁচে থাকি স্বপ্নডানায় ভর করে ছুটতে থাকি
আমার সহচারী সোহাগী আর তার ভালবাসা।
কতজন এলগেল কতজন ভুলে গেল আমায়
সে যেন থাকে আমার পাশে প্রত্যহ, সেই কামনা
সব কামনা ঠিক নয়, সব স্বপ্ন সত্যি নয়
মাঝে মাঝে কিছু কিছু মিথ্যে মনে হয়।
সব খেলা শেষ হয় জীবনের লেনদেন
কিছু বাকি রয়ে যায়; চলে যায় কেউ কেউ
তার পথ যেদিক গেছে চলি সেদিকে;
আমাকে শুন্য পথে একা রেখে।
সোহাগীরা পাখি হয়, ডানা মেলে-
উড়ে চলে যায় সাথে নিয়ে নিজ ভালবাসা
মিথ্যে সব আয়োজন, সব খনিকের।
দংশন শুধু আপন আগাতে আপন বিবেকের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।