http://rmpalash.blogspot.com/ ভালবাসা দিবসে সবাই ভালবাসা নিয়ে ব্যস্ত ছিলো। আমি ছিলাম পরীক্ষা নিয়ে। পরীক্ষার খাতায় নিজের অসাধারন কাব্য প্রতিভার বিকাশ ঘটিয়েই ঘটনা শেষ হলোনা। সন্ধায় রুমে ফিরে একটা গল্প শেষের চেষ্টা করলাম। কোনভাবেই কলমের আগায় কথা জুটলোনা।
লিখে ফেললাম আরো একটা কবিতা। এটা পরার পরে মনে হতে পারে আমি এক ডাইহার্ড প্রেমিক, প্রেমিকা আসে নাই বলে হারিকেন হাতে রাস্তায় নেমে পড়ে আকাশের তারা গুনে আর ট্রাফিক কনট্রোল করে দিন কাটাচ্ছি কিন্তু না, আসল বাস্তবতা বড়ই ভিন্ন। সেদিন কারোই আসার কথা ছিলোনা। কাউরে আসতে বলার মত অবস্থা নাই। চারিদিকে মাঠঘাট ফাকা, দিগন্ত বিস্তৃত বালুকাময় মরুতটে সুন্দরীরা বিলুপ্ত প্রজাতি।
তাই এটাও কল্পকাব্য সিরিজের নতুন আরেকটা সংযোজন।
প্রশ্ন জাগতে পারে পরীক্ষা চলাকালে আমি পড়ালেখা বাদ দিয়ে এসব গল্প কবিতার নামে সময় নষ্ট করছি কেন। তাহলে একটাই জবাব
এখন পরীক্ষা যার সাহিত্য চর্চার শ্রেষ্ঠ সময় তার
এখন পরীক্ষা যার মুভি দেখার শ্রেষ্ঠ সময় তার
আমি আমার শ্রেষ্ঠ সময় কে ভালভাবেই কাজে লাগাচ্ছি! এই আর কি। কবিতার পেছনের কথা অনেক হলো, এখন তবে কবিতা পড়া যাক
স্বপ্ন সোহাগী মন
------------------
আজ বিকেলে আমি
তোমার আশায় ছিলাম একমনে সারক্ষন
ভালবাসার স্বপ্নে বিভোর আমার স্বপ্নসোহাগী মন
তোমার পথের পানে তাকিয়ে থাকতে থাকতে
বিকেল গড়িয়ে সন্ধ্যা
আর সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে, যদি আসতে
আমি তোমায় খুজেছি
শাড়ি পড়া প্রতিটি রমনীর মাঝে যাদের হাতে বাধা ছিল প্রিয় ফুলের মালা
বিশাল খোপায় উচ্ছল চুলের মেলা
হুডতোলা রিকসার হুডের আড়ালে
দূর থেকে আবছাভাবে দেখা
অবয়বের মাঝে
দূর থেকে দূর, আরো আবছা শুন্যে মিলে।
ভালবাসার ভুল নীরবে ক্লান্তিতে নুয়ে পড়ে
হতাশায় বিষন্ন প্রেম সাথে নিয়ে
ঝরে গেল শেষে
আসলেনা তুমি!
-
পলাশ মিজানুর রহমান
১৪ ফেব্রুয়ারি,২০১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।