আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে পূজার প্রসাদ খেয়ে অসুস্থ ৩০

শনিবার রাতে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা গ্রামের নারায়ণ সরকারের বাড়িতে শনি পূজার প্রসাদ খায় অসুস্থরা।
অসুস্থরা রাতেই ঢাকার মহাখালীর কলেরা হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অসুস্থ নিমাই চন্দ্র সরকার, হরিপদ সরকার, রবীন্দ্র সরকারসহ বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা নারায়ণ সরকারের বাড়িতে পূজা শেষে আনারস, কমলা, আপেল, কাঁঠাল, কলা, শসা ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন প্রসাদ দেয়া হয়।
রবীন্দ্র সরকার জানান, রাত ২টার দিকে হঠাৎ তাদের বমিসহ মাথা ব্যথা শুরু হয়। তখন তিনি, তার স্ত্রী অনিতা, ভাই নিমাই, মেয়ে দীপা ও ছেলে বাদলকে নিয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসক নাদিল হাফিজ জানান, অসুস্থদের স্যালাইন ও ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ সমস্যা হয়েছে।”
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।