একবার নাকি কোন সৎ ছেলে লেখাপড়া শেষ করে চাকরী পাওয়ার আগেই তার বাবাকে বলেছিল। বাপ- বিয়া করতে কত টাকা লাগে...জবাবে তার বাবা বলেছিল এখনও খাতা ক্লোজ হয়নি। তো ব্লগার ভাইদের কাছে আমার প্রশ্ন--আপনাদের কারো কি আইডিয়া আছে... কত টাকা হলে বিয়ে করা যায়? আর বিয়ে করলে প্রাইভেসি নস্ট হয় কিনা? বাড়তি কোন ঝামেলায় পড়তে হবে কিনা? এখন বাসায় ফিরতে দেরী হলে আম্মা সাড়ে ১১টার দিকে ফোন দেয়....... বউ কয়টায় দিবে..........আম্মা অবশ্য টাকা পয়সার হিসেব চায়না..মাস শেষে যা দেই সেটা দিয়েই চালিয়ে নেয়। বউ আবার আমার টাকা পয়সার হিসেব চাইবেনা তো? অপস্ আমার আবার দোকা ঘুমানোর অভ্যাস নেই..কি ঝামেলাই না পড়তে হবে ভবিষ্যতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।