আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের সমস্যা সমাধান

এখন বয়স কম। তবে মনেহয় একটু বেশিই বুঝি। জগন্নাথ বিশ্ববিদ্য ালয়ের আইন সংশোধন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত ্রী শেখ হাসিনা সব সমস্যার সমাধান দিলেন। প্রধানমন্ত ্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বুধবার সাংবাদিকদে র এই তথ্য জানিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্য ালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দ িনআহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত ্রীর সঙ্গে বৈঠক করেন।

বুধবার প্রধানমন্ত ্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত ্রী জগন্নাথ বিশ্ববিদ্য ালয়ের অর্থায়ন সরকারিভাবে ই করা হবে বলে ঘোষণা দেন। এসময় প্রধানমন্ত ্রী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্য ালয় আইন সংশোধন করা হবে। অন্যান্য বিশ্ববিদ্য ালয়গুলো পরিচালনায় সরকার যেভাবে অর্থ দেয়, জগন্নাথ বিশ্ববিদ্য ালয়ও সেভাবে অর্থ দেয়া হবে। ” উল্লেখ্য, আইন সংশোধনের দাবিতে এ বিশ্ববিদ্য ালয়ের শিক্ষার্থী রা গত সপ্তাহে আন্দোলনে নামে। উত্তাল ছিল বিশ্ববিদ্য ালয় ক্যাম্পস।

শিক্ষার্থী দের আন্দোলনের মুখে বিশ্ববিদ্য ালয় কর্তৃপক্ষ পূজার ছুটি দিয়ে ক্যাম্পাস বন্ধ করে দেয়। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত পুরান ঢাকার জগন্নাথ কলেজকে ২০০৫ সালেএকটি আইনের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্য ালয়ে উন্নীত করা হয়। তবে এর আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছিল, পাঁচ বছর পর বিশ্ববিদ্য ালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। শিক্ষার্থী রা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবিজানাচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.