আমাদের কথা খুঁজে নিন

   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। জগন্নাথের আইন সংশোধনে আলোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের নিজস্ব উৎস থেকে অর্থায়ন সংক্রান্ত ২৭(৪) ধারাটি সংশোধন করা নিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ২৭(৪) ধারাটি বাতিল করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নাহিদ বলেন, এটি সংসদে পাশ করা আইন। চাইলেই বাতিল করা যায় না।

আইনটি বাতিল বা সংশোধন করতে হলেও সংসদের সিদ্ধান্ত লাগবে। আমরা ইতোমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছি। নাহিদ বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার আইন বানিয়ে ফাঁদ পেতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিচ্ছে। আইনের ৫ বছর পর নিজস্ব উৎস থেকে অর্থায়ন সংক্রান্ত ধারাটি তারাই করেছে। ৫ বছর পেরিয়ে গেলেও আমরা এ আইন কার্যকর করিনি।

" শিক্ষার্থীদের আন্দোলনের কোনো ভিত্তি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, "২৭(৪) ধারার তো আমরা বাস্তবায়ন করিনি উল্টো এ বছর অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। এ ছাড়া অবকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। " জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতিরিক্ত ব্যয়ভার বহন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, "বিএনপি জামায়াত জোট সরকার ও আওয়ামী লীগ সরকারের মধ্যে দৃষ্টিভঙ্গীর পার্থক্য রয়েছে। আইন থাকলেও আমরা শিক্ষার্থীদের ওপর ব্যয়ভার চাপিয়ে দেইনি।

" শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "মিথ্যা বলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তাদের লেখাপড়ার ক্ষতি করবেন না। আমাদের কাছে সব পরিস্কার। এ কাজ থেকে দূরে থাকুন। " জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা বাতিলের দাবিতে আন্দোলনে নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫৪৪ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.