www.cameraman-blog.com/
গতকাল হঠাৎ করেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রবাসী এক বন্ধু এসেছে ঢাকায়। তাই এই হঠাৎ আড্ডার আয়োজন। আমরা প্রথমে জড়ো হলাম হাকিম চত্বরে। সব মিলিয়ে চয়-সাত জন।
প্রবাসী বন্ধু এক সময় আস্তে করে মুহসিন হলে যাওয়ার প্রস্তাব করলো। রওনা হলাম তিন জন। আমার সাথের দু'জনই মুহসিন হলের প্রাক্তন বাসিন্দা।
হলে পৌছার পর এদিক-সেদিক ঘুরে-ফিরে দেখছি। সাথের দু'জনই তখন কিছুটা স্মৃতিকাতর।
একজন দোকানদার আর দু'জন ষ্টাফ পাওয়া গেল সে আমলের। ওরা কথা বলছে আর আমি টুকটাক ছবি তুলছি।
একসময় চলে এলাম ৬ তলা মূল ভবনের নিচ তলায় যেখানে ডাইনিং হল আর নামাজের জায়গা। বারান্দা দিয়ে হাটছি যখন, মনে হলো পিলার গুলো নতুন। কারণ জিজ্ঞাসা করতেই জানলাম এই বিল্ডিং ঝুঁকির মধ্যে আছে।
আপাততঃ এই পিলার তুলে ঠেকা দেয়া হয়েছে বিল্ডিং।
মনে পড়ে গেল ১৯৮৫ সালের ১৫ই অক্টোবরের কথা। বিটিভি দেখার সময় হঠাৎ করেই অনুষ্ঠান বন্ধ করে দিয়ে প্রচার করা হয়েছিল জগন্নাথ হলে দূর্ঘটনার কথা। পরদিন আমরা কয় বন্ধু গিয়েছিলাম দেখতে। সহপাঠিদের কান্না, রক্তের জন্য আহ্বান, উদ্ধার অভিযান সবই দেখেছিলাম সেদিন।
বিশ্ববিদ্যালয়ের একজন না হয়েও সেদিন মন খারাপ হয়েছিল খূব। ৩৯ টা তাজা প্রাণ ঝড়ে পড়েছিল সেদিনের সেই দূর্ঘচনায়।
ফেরার পথে একবার পিছন ফিরে তাকিয়ে ছিলাম, একটু মনে হয় শিউরে উঠেছিলাম। মনে হচ্ছিলো কয়েকটা পিলারের উপর দাড়িয়ে আছে বিল্ডিং টা, একটু নাড়া দিলেই .....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।