......... ম্যাডাম এর বাসায় পরীক্ষা,তেমন দরকারি কিছু নয়। তারপরও কেমন যেন টেনশন লাগছে। এস,এস,সি পরীক্ষার রেশ এখনও কাটে নি বোধহয়। মিক্সড ব্যাচ বলেই কিনা কে জানে সবার মাঝে কেমন একটা উৎসব উৎসব ভাব। সিরিয়াস টাইপ ছেলে-মেয়ে দের কথা আলাদা।
তারা দাঁতে দাঁতে ঘষে দোয়া পড়ছে। এই ম্যাডাম এর বাসাটা একটু অন্যরকম। নিয়মের কোন কড়াকড়ি নেই। ছেলে-মেয়ে ইচ্ছামত পরীক্ষা দেয়,দিয়ে চলে যায়। কাপল দের কথা আলাদা,তারা পরীক্ষা দিয়েও বাসায় যাওয়ার কোন তাড়া দেখায় না।
প্রশ্ন দেওয়া শুরু হয়েছে। আমি খাতা স্কেল করা শেষ করতেই প্রশ্ন পেয়ে গেলাম। প্রশ্ন পড়ে যখনই লেখা শুরু করব তখনই একটা মেয়ে উল্কার বেগে আমার পাশে এশে দাঁড়ালো। আমি খানিকটা দ্বিধাযুক্ত চোখে তার দিকে তাকালাম। কিছু বুঝে উঠার আগেই মেয়েটা বলে উঠল তোমার প্রশ্নটা দাও তো।
বুঝে উঠতে পারছিলাম না মেয়েটা আমাকেই বলছে নাকি। আমাকে বললেও প্রশ্ন চাইবে কেন। ম্যাডাম এর বাসায় কি প্রশ্নের সংকট নকি। পরীক্ষা দিতে এসে কেউ আমার প্রশ্ন চাইছে এ রকম ঘটনা তো আগে ঘটেনি। খানিকটা ঘোর মাখা অবস্থায় প্রশ্ন এগিয়ে দিলাম।
আমি কিছু বলার আগেই মেয়েটা প্রশ্ন নিয়ে দিলো দৌড়। যেমন উল্কার বেগে এসেছিলো,তেমনি উল্কার বেগে চলে গেল। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। হলো কী এটা। পরীক্ষা দিতে এসে নিজের প্রশ্নই হারিয়ে ফেললাম।
অন্য প্রশ্ন নিয়ে পরীক্ষা দিলাম,কিন্ত সারাটা পরীক্ষায় মাথায় দপদপ করে বাজতে লাগলো তোমার প্রশ্নটা দাও তো।
ম্যাডাম এর বাসায় মেয়েটাকে তারপরেও দেখেছি। কিন্ত আর জিজ্ঞেস করা হয়নি তুমি আমার প্রশ্ন নিয়ে দৌড় দিয়েছিলে কেন। মেয়েটাও আর আমার দিকে ফিরে তাকায়নি। কলেজ খোলার পড়ে ম্যাডাম এর বাসা ছেড়ে দিলাম।
কলেজ এর চাপে আস্তে আস্তে ঐ ঘটনা ভুলতে বসলাম। তারপরও মাঝে মাঝে ঐ ঘটনা মনে হত। অবাক হয়ে ভাবতাম মেয়েটা এমন করল কেন,তার কি অন্য কোন উদ্দেশ্য ছিল। আমি কেন কোন কথা বললাম না,কেন জোরে বলে উঠলাম না এই মেয়ে তুমি আমার প্রশ্ন নিয়ে যাচ্ছ কেন।
এখনো পরীক্ষা দেই।
এখনো যখন প্রশ্ন হাতে পাই তখন কেন যেন বুকের ভেতরটা হুহু করে উঠে। কেন যেন মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে বলছে তোমার প্রশ্নটা একটু দাও তো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।