আমাদের কথা খুঁজে নিন

   

আমার ইচ্ছেগুলো

চাই। আমার ইচ্ছেগুলো এসে বারবার, কড়া নাড়ে, মনের দরজার। অথচ অনেক আগেই আমি, তাদের কিল করেছি। তবুও প্রেতাত্মা হয়ে ফিরে ফিরে আসে, ঘুম কিংবা জাগরন অথবা ব্যাস্ততায়। আমাকে মনে করিয়ে দেয়, অতীতের খায়েসগুলো।

হয়তোবা চেয়েছিলাম, বড় হব অনেক, কিংবা চিকিৎসক, এমনকি প্রকোশলী! আরো জানিয়ে দেয় তুমি কোটিপতি হতেচেয়েছিলে, ঠিকমনেও নেই,বিলেত , ইউরোপ কিংবা স্টেটসে কোথাও কি যেতে চেয়েছিলাম? এই সেদিন ওরা বলে গেল তুমি না ইরানি গোলাপ চেয়েছিলে , কোথায় তোমার শুভ্র ইরানি গোলাপ? জানিনা আমি, সে কোথায় কার সাথে! ওরা আমাকে বারবার এসে যেন , চাবুকের কষাঘাত করে মনে করিয়ে দেয়। তোমার না বিপ্লবি সাজার কথা ছিল, আরো কথা ছিল ,শোসিত মানুষগুলোর পাশে দাড়াবার? অথচ আজ তুমি নিজেই এক জোঁক। তুমি না বলেছিলে দেশ সেবক হবে, কিন্তু আজ বসের সেবায় বাড়োটা বাজালে দেশটার? ওরা আসে স্বপ্নেও, দুঃসপ্ন হয়ে, জাগিয়ে দিয়ে বলে কৈ তোমার তাপসি লেবাস, তপস্যা কর শুধ আপনার, ভন্ড তুমি প্রতারক। নিজের সাথেই করেছো বড় প্রতাড়না, পালিয়ে যাবে কোথায় আমরা তোমায় ছাড়বোনা ছাড়বোনা । তপস্যা কর শুধ আপনার, ভন্ড তুমি , প্রতারক।

নিজের সাথেই করেছো বড় প্রতাড়না, পালিয়ে যাবে কোথায় আমরা তোমায় ছাড়বোনা ছাড়বোনা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।