আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার ইচ্ছেগুলো

সাগর সরওয়ার

নিরেট কালো মধ্যরাতে আমি একা। খুঁজি ফিরি চাঁদকে, মধ্যরাতের চাঁদ...খয়ে যাওয়া, একদিনের পুরোনো পূর্নিমার চাঁদ খুঁজে বেড়াই...... "কেন আমার এমন হলো" এখানটাতে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ ওঠে না, সুন্দরীর ওষ্টে থাকে না নিষিদ্ধ সুন্দর গন্ধ, বিয়ার কিঙবা ওয়াইনের স্বাদ আমার ভাল্লাগে না.. রোজ বিকালে রাইনের পাড়ে কুকুর দৌড় ভাল্লাগে না, সুন্দরীদের লম্ফঝম্ফ এক চিলতে চাঁদের মত বেরিয়ে থাকা স্তনযুগল....ভাল্লাগেনা। নিরেট কালো মধ্যরাতে তোমায় খুঁজি, জানি না তার ঠিকানা কী, সরষে ফুলের হলুদ রংয়ে গড়াতে বেশ ইচ্ছা করে শিমুল ফুলের লালের সাথে টিয়ে পাখির বিয়ে দিতেও ইচ্ছে করে, ইচ্ছে করে সবুজ গাছের কালো বাকঁল ঘেঁষে দূরে কোথাও তাকিয়ে থাকি, নতুন দেশে নতুন ভাবে ইচ্ছেগুলো পাল্টে যাবে, পাল্টাতে বেশ কষ্ট হবে সাগর সরওয়ার বন. জার্মানি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.