আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছেগুলো চেপে রাখা....

স্বপ্নবাজ

বহুদূর থেকে ভেসে আসে চেনা গন্ধ বাতাসে, জ্যোৎস্নায় পৃথিবী ভাসে তারা জ্বলে আকাশে, মগ্ন হয়ে চেয়ে থাকা চাঁদের চোখে চোখে, ইচ্ছেগুলো চেপে রাখা নষ্ট কোনো সুখে,বুকে.... হাসনাহেনার গন্ধ ভাসে বাতাসের সাথে রাতে, শেষরাতের দ্বীর্ঘশ্বাসে অতীতের আঘাতে, তবু হঠাৎ ফিঁরে দেখা জমাট বাঁধা শোকে, ইচ্ছেগুলো চেপে রাখা নষ্ট কোনো সুখে,বুকে.... হিসেবের খোলা খাতা গোলমেলে হিসেবে, মাথার উপরে ছাতা মেলে ধরা সেভাবে, একা একা দু:স্বপ্ন দেখা নেই চিহ্ন মুখে. ইচ্ছেগুলো চেপে রাখা নষ্ট কোনো সুখে,বুকে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।