আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাত, স্মৃতি ও সকাল

নিজের অবস্থান নিয়ে শংকিত। মধ্যরাতঃ নিস্তব্ধ পথ, চারদিকে নৈশ্বব্দের মোড়ক চাঁদ কি তার স্মৃতি হারিয়েছে? একা মিষ্টি হাসির মতন যেনো পলতের আলোর মতোন ভঙ্গুর। ঝরা পাতাগুলো আমার পায়ের নিচে জড়ো হয়েছে, আর বাতাসের আর্তনাদ কানে ভেসে আসছে। স্মৃতিঃ চাদের আলোতে একা হারানো দিনগুলোর কথা ভেবে হাসতে পারি যখন জীবন ছিলো সুন্দর যখন আনন্দের মানে আমার জানা ছিলো। সেই স্মৃতি কি আবার ফিরে আসতে পারে না? শেষরাতঃ রাস্তার সব আলো যেনো বাজিয়ে যাচ্ছে এক তীব্র সতর্ক বার্তা একটি গুঞ্জন পথের ধারের বাতিগুলোর মধ্যে প্রভাত সমাগত। দিনের প্রথম আলোঃ আমাকে সুর্য্যদয়ের জন্য অপেক্ষা করতে হবে আমাকে নতুন জীবনের জন্য অপেক্ষা করতে হবে আর আমার হারিয়ে যাওয়া যাবে না যখন ভোর হবে। তারপরপর আজকের রাত হবে আরেকটি স্মৃতি, নতুন এক দিনের শুরুর মধ্য দিয়ে। সকালঃ কুয়াশা ঢাকা রাতের শেষ রাতের শীতল স্পর্ষ এখনও লেগে আছে পথের আলোগুলো নিভে গেছে আরোও একটি রাতের সমাপ্তি আরোও একটি দিনের শুরু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.