ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
পোড়ে গেলে মধ্যরাত
-আবু মকসুদ
অপেক্ষায় গাঢ় হতে থাকে ভিতর প্রকৃতি
শস্য-বিপাকে সূর্যাস্ত খুঁটে একাকী শালিক
বিপরীত স্টপেজে মুঠো ভর্তি মাটি নিয়ে
ডাকে রাতচরা পাখি, মধ্যরাত পোড়ালে
পাশ ফিরে শোয় দিনের ব্যর্থ গল্প
পাখির পাশের কলোনিতে থাকে সমাজ
অসীম সম্ভাবনার বীজ নিয়ে ডানা মেললে
শূন্যতায় স্মরণে আসে তিন ফোঁটা জন্মজীবন
যে ঝরনা নদী হয় তার বুকে জমা কষ্টের
কথা জানে চাঁদের পাড়ের গ্রাম ঢেউপাশা
পিছু যদি তাড়া করে হলুদ লন্ঠন, বুঝি
জীবন কাঁধে নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।