। । মোবাইল নামক ডিজিটাল জীবনে তুমি আমি ডুয়েল সিম। । এবার যারা মেডিকেল এ চান্স পেলেন তাদের জন্য টিপস দেই।
আমি আমার ভর্তির সময় একটা মহা প্রবলেম এ পরি। ক্লাসের শুরুতে কি বই কিনতে হবে তা নিয়ে মহা ঝামেলা হয়। একেক মেডিকেলে একেক বই পড়া হয়। তাই ক্লাস শুরু হওয়ার পর বই কিনাই নিরাপদ হবে। আপনার মেডিকেলে যদি ২য় বর্ষের পরিচিত কেউ থাকে, তার কাছ থেকে জেনে নিতে পারেন কোন বইগুলো বর্তমানে ওই মেডিকেলে চলছে।
অন্য মেডিকেলের কারও পরামর্শ নেয়া খুব বেশি সুবিধাজনক নাও হতে পারে। গাইড বইগুলো নিয়ে এই সমস্যা অহরহ হয়। আমরা যে বইগুলো পড়ে এসেছি, এখন দেখছি তার চেয়ে অনেক ভালো মানের নির্ভরযোগ্য বই বাজারে এসেছে এবং সামনে আরও ভালো বই বের হবে। তাই একই মেডিকেলের আপনার এক ব্যাচ সিনিয়র কেউ এ ব্যাপারে অধিক জানবেন। তবে মনে রাখবেন, মেডিকেলে বই কিনে আপনি কখনও ঠকবেন না।
আজ নয়তো কাল বইটি আপনার ব্যবহার এ আসবে।
কঙ্কাল কেনার জন্য রাজশাহীতে কেউ থাকলে খোঁজ নিন। এখানে সবচেয়ে কমদামে কঙ্কাল পাবেন। আমার জানামতে রাজশাহী থেকে সারাদেশে কঙ্কাল যায়। ভিড় বাড়ার আগেই তাই খোঁজখবর নিন।
অ্যানাটমির দিপেন মামা কঙ্কাল বিক্রি করেন। অনেকে তার কাছ থেকে কিনে বেশি দামে বিক্রি করে। সেকেন্ডহ্যান্ডও কিনতে পারেন বড়ভাইদের কাছ থেকে। আমি সেকেন্ডহ্যান্ড কিনেছিলাম।
আর পড়ালেখার ব্যাপারে শুধু একটাই টিপস।
মনে রাখবেন, আপনার পিতামাতা কিংবা আপন সন্তান যখন মৃত্যুশয্যায় থাকবে তখনই হবে আপনার মেডিকেল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ওই পরীক্ষার জন্য প্রথম থেকে প্রস্তুতি নিন, যেন আপনার হাতে আপনার কোনও আপনজন না হারায়।
ভালো থাকবেন। এক অবহেলিত কঠিন জীবনে আপনাকে স্বাগতম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।