আগাগোড়া ভদ্র ছেলে। অন্যায় কর্মকাণ্ড একদমই পছন্দ করি না। সবাইকে সমান দৃষ্টিতে দেখি রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম (২৪)। রোববার সন্ধ্যায় ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ প্রাইভেটকারসহ চালককে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, শরিফ আহসানউল্লাহ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে চাচা নাসিমের বাসায় থেকে লেখাপাড়া করতেন।
নিহতের চাচাতো ভাই লিখন জানান, বিকেলে শরিফ ভেজপা নিয়ে বাসা থেকে বের হয়। এ সময় ৭ নম্বর সেক্টরের রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়।
এতে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।