দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এই সংবাদটি হয়তো সবার ভালো লাগবে। এখানে পুরো সংবাদটি পেস্ট করলাম।
ণ
১৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা। সারাদেশ এক সাথে কেঁপে ওঠে ভূমিকম্পে। সবাই যার যার মতো করে বেরিয়ে পড়ে রাস্তা অথবা ফাঁকা জায়গায়।
অনেকে পড়ছে দোয়া, কেউবা পড়ছে নামাজ, কেউবা দিচ্ছে আজান অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মে প্রার্থনায় ব্যস্ত। কেনই বা করবে না! রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ঠিক সেই সময় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী সুলতানা বেগম তখন পঞ্চগড় সিটি জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের টেবিলে। যখন সিজারিয়ান অপারেশন চলছে, সেই মুহূর্তে শুরু হয় ভূমিকম্প।
সিজারিয়ান অপারেশনে দায়িত্বপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ সার্জন ডা. কমলাকান্ত বর্মণ, সহকারী ডা. মনসুর আলম ও ডা. আরিফসহ অন্য কর্মচারীরা তখন প্রাণ ভয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যায়।
সেই মুহূর্তে সদ্য অস্ত্রোপচার হওয়া সুলতানা ও তার সন্তানের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন সেবিকা আর্জিনা। এ যে ফ্লোরেন্স নাইটিংগেলের সেই সেবাব্রতের বাস্তব রূপ। সেলাই সম্পন্ন না হওয়ায় মানবিক মূল্যবোধে সেই মায়ের পাশে নিজের জীবনের মায়া ত্যাগ করে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতককে পরম মমতায় বুকে তুলে নেন। প্রসূতির পাশে থেকে সার্বিক দেখভালও করতে থাকেন।
সেবিকা আর্জিনার বাড়ি জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ডিয়াবাড়ি গ্রামে।
পাঁচ বোন আর দুই ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। বাবা মারা যাওয়ায় মা ও অপর ২ ভাই-বোন চলে আসে আর্জিনার পরিবারে। স্বামী স্টুডিও ব্যবসায়ী জয়নুল হক। মা ও ভাই-বোনের অর্থনৈতিক ব্যয়ভার বহন ও আর্থিক দৈন্যতার শিকার আর্জিনা পরিবারের সচ্ছলতা আনতে ব্যর্থ হলেও জীবনে সেবাব্রত থেকে কখনো পিছপা হবার নন। ভূমিকম্পের সময় আর্জিনা মৃত্যুর ঝুঁকি নিয়ে দায়িত্ব ও কর্তব্য পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় জেলা প্রশাসন স্বীকৃতিস্বরূপ তাঁকে পুরস্কৃত করেছে।
আর্জিনার এই সেবাব্রতকে কি আসলে কোনো পুরস্কার দিয়ে স্বীকৃতি দেয়া সম্ভব? সদ্যভূমিষ্ঠ এক মানবসন্তান আর তার গর্ভধারিণী মায়ের জীবন বাঁচানোর দাগিতকে যিনি নিজের জীবনেরও উপরে স্থান দিয়েছেন তাঁকে আসলে জাগতিক পুরস্কারে ভূষিত করে সন্মান প্রদর্শন করা সম্ভব নয়। তাঁর এই দৃষ্টান্ত হূদয়ে ধারণ করে এই নিষ্ঠুর সময়ে তরুণ প্রজন্ম সেবাব্রতে এগিয়ে আসতে পারে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
দৈনিক ইত্তেফাক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।