বারব্যারিয়ান - প্রাচীন কালের কোন একটি সুসভ্য জাতীর (রোমান, গ্রীক, খ্রীষ্টান) বাইরের কোন গোষ্ঠীর সদস্য। পুলিশ বাহিনীকে নাকি অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো হচ্ছে খুব শিঘ্রই, জানালেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এই সরঞ্জাম কি তাদের মধ্যে সেবার মনোভাব জাগাবে? নতুন সাজে সজ্জিত হয়ে তাদের কি মনে পড়বে যে তাদের রাখা হয়েছে জনগনের সেবা করার জন্য, তাদের নিরাপত্তা দেয়ার জন্য? আমার মনে হয় না। বরং মনে হয়, এই সরঞ্জাম পেয়ে তারা আরো উৎসাহ নিয়ে ঝাপিয়ে পড়বে ঘুষ খেতে। সন্ত্রাসীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দেবে, সাধারন মানুষকে ফাঁসিয়ে দিয়ে ঘুষ খাবে। ট্রাফিক পুলিশ ট্রাফিক কন্ট্রোল বাদ দিয়ে আরো অত্যাধুনিক সিস্টেমে রাস্তায় ট্রাক আটকাতে ঝাঁপিয়ে পড়বে। গাড়ি আটকে কাগজ চেকের নামে ঘুষ খাবে। শেষ পর্যন্ত এই সব সরঞ্জাম রাস্তার ট্রাফিক লাইটগুলোর মতই শুধু প্রদর্শনীর বস্তু হয়ে থাকবে, আর কিছু মানুষের পকেট ভারী হবে কেনা-কাটার উছিলায়। আর জনগন? তার ট্যাক্সের টাকার শ্রাদ্ধ দেখার সুযোগ পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।