মানুষ মাত্রই কম বেশি অসুস্থ হয়। শুধু মানুষ নয়, পশু-পাখি গাছ-পালারও রোগ বালাই আছে। একজন অসুস্থ মানুষ শারীরিক দূর্বলতার পাশাপাশি মানুসিক ভাবেও অস্থির ও ক্লান্ত থাকে। নিজেকে নিরুপায়, দূর্বল ও হেল্পলেস মনে করে। প্রতিটি পেসেন্ট ভীষণ ভাবে অন্যের সাহায্য, সহানুভূতি ও সদয় আচরণ প্রত্যাশা করে।
হয়তো কাছের-পাশের মানুষরা সাধ্যানুসারে সেবা শুশ্রƒষা করেও। এতো কিছুর পরেও রোগাক্রান্ত মানুষকে ছুটে যেতে হয় ডাক্তারের পানে। ডাক্তারই পারে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে রোগীকে মানুসিক ও শারীরিক ভাবে উজ্জিবিত করতে। কখনো কখনো ঔষধের চাইতে মনোবল তৈরীই মৌলিক চিকিৎসা হয়ে দাঁড়ায়। ডাক্তারের একটু হাসি, একটু সান্ত্বনা, একটু বন্ধুসুলভ সহানুভূতি রোগীকে করতে পারে দারুণ আত্মবিশ্বাসী, প্রফুল্ল ও প্রত্যয়ী।
কিন্তু দুঃখের বিষয় ডাক্তারী পেশা আজ এতটাই বাণিজ্যিক যে সেবা শুধুই প্রতীকী ব্যাপার। আগের যুগে মানুষ ডাক্তার হতো, হতে চাইতো কারণ এর মাধ্যমে মানুষের সেবা করা যায়, দুঃস্থ-মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো সহজ হয়। এ যুগেও অনেক ছাত্রছাত্রীই ডাক্তার হতে চায়, মা-বাবারাও সন্তানদের ডাক্তার বানানোর ইচ্ছে করে, কনে পরে অবশ্যই ডাক্তার জামাই চাই। উদ্দেশ্য একটাই। সেবা নয়, শুধুই কামাই।
সেবার প্রতীক এপ্রোন পরে নির্দয়ভাবে চুটিয়ে বেহিসাবী টাকা সহজেই কামাই করা যায়। যেহেতু অফুরন্ত টাকা ইনকামই একমাত্র ও মূখ্য লক্ষ্য তাই ডাক্তার পেশাটি টাকা আয়ের নেশার পেসেন্টে পরিণত হয়েছে। এমন কোনো পথ নেই যে পথে তাদের টাকা নদীর স্রোতের মতো আসে না। রোগী দেখা বলতে যা বোঝায় তাকে গড়ে এক মিনিটের সৌজন্যতা-সভ্যতাহীন নির্দয় দর্শনই বলা যুক্তিযুক্ত।
বাকিটা পড়ুন ক্লিক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।