আমাদের কথা খুঁজে নিন

   

মানব সেবার জন্য যখন আমি মৌলবাদী



dw নামের একটি অনলাইন নিউজ ব্লগে আজকে আমার উপর একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। শিরোনাম ছিল "ফুটবলার থেকে মৌলবাদী, সেখান থেকে মৃত্যু". পশ্চিমাদের জন্য বেশ রমরমা একটি হেডলাইন, অথচ তা আমার ও আমার মুসলমান ভাইদের জন্য এটা প্রচন্ড এক আঘাত। আমি বুরাক কারান, প্রাক্তন জার্মান ফুটবল খেলোয়াড়। সামি, বয়েটাং বা আওগো কারো চেয়ে আমি কম ছিলাম না। এমনকি কোচ আমার প্রশংসায় বলেছে, ‘‘সে ভালো পাস দিতে পারে৷ বল নিয়ন্ত্রণে রাখতেও পারদর্শী সে৷'' সুতরাং চাইলে আমি জার্মান দলে খেলায় যোগ দিতে পারতাম, হয়ত বা অধিনায়ক হতে পারতাম।

পারতাম লক্ষ কোটি ইউরো কামাতে, পারতাম সেই অর্থ উড়িয়ে রোনালদদের মত অসৎ সঙ্গে যেতে অথবা ফেলপসের মত গাঁজার বঙ্গে টান দিতে। হয়ত নাইট ক্লাবে মারামারি বাধিয়ে তাদের মত পত্রিকার পাতায় আসতে পারতাম। কিন্তু আমি তা চাই নি। আমি চাই নি এক নর পশুর জীবন। বরং চেয়েছি এক শান্তিময় পৃথিবী যেখানে অত্যাচার, জুলুম থাকবে না।

মানুষে মানুষে দন্দ থাকবে না। আমি তাই ইসলামে আকৃস্ট হয়ে গিয়েছিলাম সিরিয়ায়; চেয়েছিলাম সেখানে দুস্থ ও আহত মানুষদের সাহায্য করতে। কাজটা সম্পুর্ন শান্তিপুর্ন ভাবেই করতে চেয়েছিলাম কিন্তু নিয়তির পরিহাসের জন্য তাও পারি নি। পদে পদে বাধা আসতে লাগলো। আমরা নিরস্ত্র সেচ্চাসেবিরা আক্রমনকারীদের শিকার হয়ে উঠলাম।

বাধ্য হয়ে অস্ত্র হাতে উঠালাম। না, ইসলামের নাম যারা হত্যা যজ্ঞ চালায় তাদের মত নিরীহ মানুষ মারতে নয়। আমার ভাই মুস্তাফা নিজে সাংবাদিকদের বলেছে ‘‘যদি সে অস্ত্র হাতে তুলে নিয়ে থাকে, তবে সেটা চিকিৎসা পণ্য পরিবহণকারী যানবাহনের নিরাপত্তার স্বার্থে নিয়েছে৷ এ পরিস্থিতিতে সে কি পাথর ছুঁড়ে মারতো?'' সুতরাং, নিজেদের জীবন বাচাতেই এই কাজ করতে হলো। এই সুযোগকেই কাজে লাগলো বিরোধীরা। ফলাও করে আমাকে ঘোষনা করলো ইসলামিস্ট, মৌলবাদী, সন্ত্রাসী।

ফলাফল আমাকে করা হলো শহীদ এবং সেই কাফেরদের অনুচর সারমেয়রা তাদের পত্রিকায় আমাকে ঘোষনা করল সন্ত্রাসী হিসেবে। কিন্তু আমি জানি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। সুতরাং, আমি সত্যিই যে কি তার ফলাফল শেষ বিচারের দিন পাব বলেই আমার বিশ্বাস। তারাও অপেক্ষা করুক আমিও অপেক্ষায় আছি। হে সরলপথের যাত্রীগণ, পত্রিকার হলুদ সাংবাদিকতায় ভ্রান্ত হবেন না।

নিজের বিবেককে কাজে লাগিয়ে যাচাই করে দেখুন একজন দুস্থ মানবতার সাহায্যকারীকে আপনারা কি বলবেন- সেবাদানকারী নাকি মৌলবাদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।